বাংলা নিউজ > ঘরে বাইরে > স্কুল বাসে মদের পার্টি পড়ুয়াদের, ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়

স্কুল বাসে মদের ফোয়ারা। পড়ুয়াদের মদ্যপানের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

ঘটনা তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু জেলার। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ক্লিপটি এক পড়ুয়ারই রেকর্ড করা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একদল ছেলেমেয়ে বিয়ারের বোতল খুলছে। তারপর সবাই মিলে তা পান করছে। শিক্ষার্থীরা সবাই চেঙ্গলপাট্টুর এক সরকারি স্কুলের বলে জানা গিয়েছে। পড়ুয়ারা প্রত্যেকেই স্কুল ইউনিফর্ম পরে ছিল। বাসটি থিরুকাজুকুন্ড্রম থেকে থাচুর যাচ্ছিল বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে এটি পুরনো ভিডিয়ো বলে ধারণা করা হয়। পরে জানা যায় ঘটনাটি চলতি সপ্তাহের মঙ্গলবার ঘটেছে।

ভাইরাল ভিডিয়ো গিয়ে পৌঁছোয় জেলা শিক্ষা কর্মকর্তাদের হাতে। এরপরেই নড়েচড়ে বসেন তাঁরা। পুলিশি তদন্তের ব্যবস্থা করেন তাঁরা। স্কুল পড়ুয়াদের হাতে মদ কীভাবে পৌঁছোল, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

শিক্ষা আধিকারিকরা জানান, পড়ুয়া, বাস চালকদের চিহ্নিত করার পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মইপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ ওঠে। তাঁদের বহিস্কারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

বন্ধ করুন