কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজস্থানের অনুপগড়ে একটি নির্বাচনী সভাতে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে তিনি মুখ ফসকে বলে ফেলেন রাহুল গান্ধী প্রাণ দিয়েছিলেন দেশের জন্য। আসলে মুখ ফসকে বলে ফেলেন একথা। আর খাড়গের সেই কথা নিয়েই এখন জোর মস্করা করছেন বিজেপি নেতৃত্ব। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে খাড়গে জানিয়েছেন, রাহুল গান্ধী দেশের একতা রক্ষার জন্য় জীবন দিয়েছেন। আসলে বাবা রাজীব গান্ধীর কথা বলতে গিয়ে একথা বলে ফেলেন তিনি।
এবার বিজেপি এনিয়ে ট্রোল করা শুরু করেছে। এদিকে ভুল বুঝতে পেরেই দ্রুত সংশোধন করে নেন তিনি। এমনকী তিনি এনিয়ে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু বিজেপি অবশ্য় ছাড়ার পাত্র নয়। খাড়গের ওই কথাটা নিয়েই নানা মস্করা করা শুরু হয়েছে।
তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে খাড়গে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আমি ক্ষমা চাইছি। আমি ভুল করে রাহুল গান্ধীর কথা বলে ফেলেছিলাম। রাজীব গান্ধী দেশের একতা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। কংগ্রেস দলের কাছে সেই নেতারা রয়েছেন যারা দেশের জন্য জীবন বলিদান করতেও প্রস্তুত। আর বিজেপির কাছে সেই নেতারা রয়েছেন যারা জীবন কেড়ে নিতে চায়।
তবে বিজেপি সেই ভিডিয়ো ক্লিপিংস দেখিয়ে মজা করছে। ক্য়াপশনে লেখা হয়েছে কবে এসব হল?
সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে তাতে খাড়গেকে বলতে শোনা যায়, রাহুল গান্ধীর মতো নেতা তাঁর জীবন দেশের একতার জন্য় দিয়েছেন। রীতিমতো হাত নেড়ে একথা বলেন খাড়গে। তবে এই ভিডিয়োটাই এখন সোশ্য়াল মিডিয়া কাঁপাচ্ছে। কিন্তু জীবন দিয়েছিলেন রাহুল গান্ধী নন। জীবন দিয়েছিলেন তাঁর বাবা রাজীব গান্ধী। প্রয়াত হয়েছেন তিনি। গোটা দেশ মনে রেখেছে তাঁকে। তবে ভুল করে রাজীব গান্ধীর নাম বলতে গিয়ে রাহুল গান্ধীর নাম বলে ফেলেন তিনি। তবে পরে এনিয়ে সংশোধনও করে নেন খাড়গে।