গত কয়েক বছরে ভারতীয় রেল বিভিন্ন অঞ্চলে নতুন রুটে বেশ কয়েকটি ট্রেন চালু করেছে। একদা অবহেলিত উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও জোর দিচ্ছে কেন্দ্র। সম্প্রতি সেখানকার পর্যটনকে চাঙ্গা করতে ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেন চালু করেছে রেল। ২১ মার্চ ২০২৩-এ দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে সফর শুরু।
কেন্দ্রীয় রেল মন্ত্রক একটি ভিডিয়ো শেয়ার করেছে। তাতে সেই বিলাসবহুল ট্রেনের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে। 'নর্থ ইস্ট ডিসকভারি: বিয়ন্ড গুয়াহাটি' হল এই উত্তর-পূর্ব সার্কিটের ট্রেনের মূল থিম।
'নর্থ-ইস্ট ডিসকভারি' #ভারতগৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে যাত্রীদের এক স্মরণীয় অভিজ্ঞতা হবে। রয়েছে মিনি লাইব্রেরি, ফাইন ডাইনিং রেস্তোরাঁর মতো অত্যাধুনিক সুবিধা, টুইটে লিখেছে রেল মন্ত্রক।
১৫ দিনের এই সফরে, ট্রেন অসমের গুয়াহাটি, শিবসাগর, ফুরকাটিং এবং কাজিরাঙ্গা, ত্রিপুরার উনাকোটি, আগরতলা এবং উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর এবং কোহিমা এবং মেঘালয়ের শিলং এবং চেরাপুঞ্জি-র মত প্রখ্যাত শহরগুলি কভার করবে।
রেলের এক আধিকারিক জানালেন, পর্যটকরা গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, ইটাওয়া, কানপুর এবং লখনউ স্টেশন থেকে ট্রেনে উঠতে বা নামতে পারবেন। ডিলাক্স এই ট্রেনে মোট ১৫৬ জন পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে তিন ধরনের থাকার ব্যবস্থা থাকছে। AC I, AC II এবং AC III। ট্রেনে CCTV ক্যামেরা, ইলেকট্রনিক সিন্দুক এবং প্রতিটি কোচের জন্য আলাদা করে নিরাপত্তা রক্ষীর মতো নিরাপত্তা ফিচার্সও যোগ করা হয়েছে।
AC-2 টায়ারের টিকিটের দাম ১,০৬,৯৯০ টাকা থেকে শুরু। AC-1 ক্যাবিনেটে মাথাপিছু ভাড়া ১,৩১,৯৯০ টাকা থেকে শুরু হয়। AC-1 কুপে জনপ্রতি ১,৪৯,২৯০ টাকা করে। এর মধ্যে হোটেলে থাকা, ট্রেন ভ্রমণ, ঘোরার খরচ, খাবারদাবার, ভ্রমণ বিমা এবং অন্যান্য সব খরচ অন্তর্ভুক্ত।
ট্রেনটির প্রথম স্টর ২৩ মার্চ, গুয়াহাটিতে। সেখানে পর্যটকরা কামাখ্যা মন্দির দর্শন করবেন। তারপরে উমানন্দ মন্দির এবং ব্রহ্মপুত্রের উপর ক্রুজে নিয়ে যাওয়া হবে।