বাংলা নিউজ > ঘরে বাইরে > Video: ট্রেন থেকে ঝুলছিলেন মহিলা, পাশের লাইনে উল্টো দিক থেকে ট্রেন আসতেই…

Video: ট্রেন থেকে ঝুলছিলেন মহিলা, পাশের লাইনে উল্টো দিক থেকে ট্রেন আসতেই…

ছবি: টুইটার (Twitter)

মুম্বইয়ে লোকাল ট্রেন থেকে ঝুঁকে প্রায় মৃত্যুর মুখে পড়েন এক মহিলা। এক দিক থেকে সবেগে ছুটে আসে আরেকটি ট্রেন। তার পর ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তারপর যা হল...

লোকাল ট্রেনের দরজা। দেখলেই মন উড়ু উড়ু করে ওঠে কারও কারও। দুরন্ত সাহসে ছুটন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে পড়েন। দেশের বিভিন্ন প্রান্তে লোকাল ট্রেনের চেনা দৃশ্য এটি। কিন্তু এই বেপরোয়া কীর্তিতেই ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা।

এমন কাজ যে শুধু পুরষরাই করেন, সেটা ভাবলে ভুল করবেন। অনেক মহিলাও আজকাল ট্রেনের দরজায় ঝুলে ঝুলে যেতে পছন্দ করেন। লিঙ্গ নির্বিশেষে, বিষয়টা যে কতটা ঝুঁকিপূর্ণ, তা উঠে এল আরও এক ভিডিয়োতে।

মুম্বইয়ে লোকাল ট্রেন থেকে ঝুঁকে প্রায় মৃত্যুর মুখে পড়েন এক মহিলা। এক দিক থেকে সবেগে ছুটে আসে আরেকটি ট্রেন। তার পর ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তারপর যা হল...

দেখুন সেই ভিডিয়ো :

সৌভাগ্যবশত, দুই যাত্রীর তত্পরতায় প্রাণ রক্ষা হয় তাঁর। ভিডিয়োটি সত্যিই ভয় পাওয়ার মতো।

রিপোর্ট অনুযায়ী, ভিডিয়োটি কয়েক বছরের পুরনো। তবে সম্প্রতি এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখে শিউড়ে উঠছেন নেটিজেনরা। অনেকেই ভিডিয়োটি দেখে আর এভাবে ট্রেনের দরজায় ঝুলবেন না বলে শপথ নিচ্ছেন।

আপনার পরিচিত কেউ এভাবে ট্রেন থেকে ঝোলেন? তাঁকে অবশ্যই এ বিষয়ে সচেতন করুন।

বন্ধ করুন