বাংলা নিউজ > ঘরে বাইরে > Vietjet airline: মাত্র ৯ টাকায় ভিয়েতনাম ঘুরে আসুন! চলছে দারুণ অফার

Vietjet airline: মাত্র ৯ টাকায় ভিয়েতনাম ঘুরে আসুন! চলছে দারুণ অফার

ভিয়েতজেট এয়ারলাইন বেশ বিতর্কিত একটি উড়ান সংস্থা। বিমানসেবিকাদের বিকিনি শো করার কারণে এর আগে বহু সমালোচনার মুখে পড়েছে তারা। ছবি: ভিয়েতজেট এয়ারলাইন (Vietjet airline)

 ভিয়েতনাম থেকে নিকটস্থ, ভ্রমণপিপাসু অর্থনীতি বলতে এই ভারতই আছে। আর সেই কারণেই এদিকে নজর তাদের।

বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? কিন্তু খরচের কথা ভেবে পিছিয়ে আসছেন? সেক্ষেত্রে এই সুযোগ। ঘুরে আসুন ভিয়েতনাম। অন্তত বিমানের টিকিটের পেছনে অনেক টাকা বেঁচে যাবে। কীভাবে? কারণ এক বিশেষ অফারে, ভিয়েতজেট এয়ারলাইনে মাত্র ৯ টাকায় টিকিট কাটতে পারবেন। ১৫ অগস্ট থেকে আগামী বছর ২৬ মার্চ পর্যন্ত থাকছে এই অফার। এমন মোট ৩০ হাজার টিকিট দেওয়া হবে।

দিল্লি, মুম্বই, আহমেদাবাদ এবং হায়দরাবাদ থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, হো চি মিন, দা নাং এবং ফু কুক শহরের মোট ১৭টি উড়ানের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য।

ভিয়েতজেট বর্তমানে প্রতি সপ্তাহে এই রুটে ৪টি ফ্লাইট চালায়। হ্যানয়/হো চি মিন সিটি ও নয়াদিল্লি/মুম্বইয়ের মধ্যে। তবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ভিয়েতজেট আরও এগারোটি অতিরিক্ত রুটে পরিষেবা দেবে।

ভিয়েতজেট এয়ারলাইনস বেশ বিতর্কিত একটি উড়ান সংস্থা। বিমানসেবিকাদের বিকিনি শো করার কারণে এর আগে বহু সমালোচনার মুখে পড়েছে তারা।

গত সপ্তাহে, ১৭ অগস্ট হো চি মিন সিটিতে ভারত-ভিয়েতনাম পর্যটন প্রচার সম্মেলন বসে। সেখানে দুই দেশের সরকারি আধিকারিক এবং শিল্প প্রতিনিধিরা বৈঠক করেন। ভারতের কনস্যুলেট জেনারেল এই সম্মেলনের আয়োজন করেছিল। বৈঠকে ভিয়েতনাম ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্যুরিজম (ভিএনএটি)-এর ভাইস চেয়ারম্যান ফাম ভ্যান থু এবং ভিয়েতনামে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

দুই দেশের ৩৪টি ভ্রমণ সংস্থা আলোচনা করে। ভারতীয়দের ভিয়েতনাম ভ্রমণের চাহিদা বাড়াতে পর্যটন সংক্রান্ত একাধিক প্রস্তাব গৃহীত হয়।

ভিয়েতনাম অবশ্য এর আগে থেকেই ভারতীয় পর্যটকদের সেদেশে যাওয়ার জন্য উত্সাহ দিচ্ছে। এর ফলে সেখানকার অর্থনীতিতে সুপ্রভাবের আশা করছে ভিয়েতনাম।

কোনও ভারতীয় শহর থেকে ভিয়েতনামে সরাসরি ফ্লাইটে যেতে ৫-৬ ঘণ্টা সময় লাগে। অন্যদিকে ব্যাংকক বা সিঙ্গাপুরের মাধ্যমে বিমান পাল্টে গেলে ১০-১২ ঘণ্টা সময় লাগে। ফলে ভিয়েতনাম থেকে নিকটস্থ, ভ্রমণপিপাসু অর্থনীতি বলতে এই ভারতই আছে। আর সেই কারণেই এদিকে নজর তাদের।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

রোগা হওয়ার জন্য রোজ খালি পেটে জিরের জল খান? জানেন শরীরে এর কী প্রভাব পড়ছে? ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী? কবে কী প্ল্যান করলেন? বাবা কানাডায় ট্রাকচালক! অজিদের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে শতরান সেই ভারতীয় তরুণের মহাষ্টমীতে লক্ষ্মী নারায়ণ যোগের বিশেষ সংযোগ, আচমকা অর্থ লাভ হবে ৫ রাশির পুজোয় ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা শিয়ালদা-হাওড়ায়, ট্রেনে ওঠার আগে জানুন বিশদ বন্ধ হয় ২০০৬ সালে, কলকাতা থেকে নতুন করে চালু হবে সেই আন্তর্জাতিক ফ্লাইট মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, আর আমার এখানে দুর্গাপুজো হচ্ছে…: শ্রীলেখা পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা ‘প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…’ মলদ্বীপে ছুটির মেজাজে সোনম! বচ্চন পরিবারের রান্নাঘরের রাশ জয়ার হাতেই! KBC-তে অমিতাভ বললেন, ‘৫০ বছর পরেও…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.