বাংলা নিউজ > ঘরে বাইরে > ভুয়ো নথি দিয়েছিলেন বিজয় মালিয়া, ব্রিটিশ হাইকোর্টে অভিযোগ ভারতের

ভুয়ো নথি দিয়েছিলেন বিজয় মালিয়া, ব্রিটিশ হাইকোর্টে অভিযোগ ভারতের

সিপিএস-এর অভিযোগ, মালিয়া ও তাঁর মালিকানাধীন উড়ান সংস্থার বিরুদ্ধে প্রতারণা ও জুয়াচুরির জোরদার প্রমাণ পাওয়া গিয়েছে।

ভারত সরকারের তরফে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) অভিযোগ করেছে, মালিয়া ও তাঁর মালিকানাধীন উড়ান সংস্থার বিরুদ্ধে প্রতারণা ও জুয়াচুরির জোরদার প্রমাণ পাওয়া গিয়েছে।

ব্যাঙ্ক ঋণের আবেদন জানানোর সময় উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো লাভের খতিয়ান পেশ করেছিল ব্যাঙ্ক প্রতারণার দায়ে অভিযুক্ত বিজয় মালিয়ার মালিকানাধীন কিংফিশার এয়ারলাইন্স। মালিয়ার বিরুদ্ধে বন্দি প্রত্যর্পণ মামলার শুনানিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস হাইকোর্টে এই অভিযোগ জানাল ভারত সরকার।

শুনানিতে ভারত সরকারের তরফে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) অভিযোগ করেছে, মালিয়া ও তাঁর মালিকানাধীন উড়ান সংস্থার বিরুদ্ধে প্রতারণা ও জুয়াচুরির জোরদার প্রমাণ পাওয়া গিয়েছে।

হাইকোর্টের শুনানিতে বিচাররপতি আরউইন ও বিচারপতি এলিজাবেথ লেইংকে সিপিএস-এর আইনজীবী মার্ক সামার্স জানান, সত্য প্রতিষ্ঠা করা নয়, প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনও মামলা রয়েছে কি না, ব্রিটিশ আদালতের শুধু সেই বিষয়েই প্রমাণ দাখিল করা প্রয়োজন।

সামার্স আরও বলেন, এ পর্যন্ত মালিয়ার বিরুদ্ধে যাবতীয় দরকারি সাক্ষ্য-প্রমাণ আদালতে জমা পড়েছে এবং আদালত তার রায়ে মালিয়ার বিরুদ্ধে মামলার প্রমাণ পেয়েছে, যার বিচারের প্রয়োজনে মালিয়াকে ভারতে ফেরত পাঠানো জরুরি।

ফেরার শিল্পপতির বিরুদ্ধে ভারতে নিম্ন আদালতে দায়ের করা মোট তিনটি অভিযোগ রয়েছে, যা তাঁকে ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে সহায়ক হতে পারে। এই তিন অভিযোগ হল- ঋণের জন্য আবেদনে বিভিন্ন ব্যাঙ্কে ভুয়ো খতিয়ান পেশ করা, ঋণ বাবদ প্রাপ্ত অর্থের সঠিক ব্যয় না করা এবং ঋণ শোধের বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আনৈতিক আচরণ।

বুধবার মালিয়ার আইনজীবী ক্লেয়ার মন্টগোমারি ম্যাজিস্ট্রেটস কোর্টের রায়ের বিরুদ্ধে তাঁর সওয়ালে বলেন, এই মামলা অসংখ্য নথিতে উল্লেখ করা তারিখ, পারস্পরিক ই-মেল চালাচালি এবং হিসেবের জেরে জটিলতম হয়ে উঠেছে। ম্যাজিস্ট্রেটস কোর্টের বিচারপতি এমা আর্বাথনটের রায়কে তিনি ‘একাধিক ভ্রান্তিতে দুষ্ট’ বলে বর্ণনা করেন।

মন্টগোমারির দাবি, আইডিবিআই, এসবিআই এবং কিংফিশার এয়ারলাইন্সের তরফে জমা দেওয়া নথি বুঝতে ভুল করেছেন বিচারপতি। তাঁর দাবি, ‘কিংফিশার এয়ারলাইন্সে আর্থিক ক্ষতির সপক্ষে জমা পড়া হিসেবপত্র ও নথি বুঝতে ভুল করেন আর্বাথনট।’

মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। আগামী সপ্তাহে বিজয় মালিয়া প্রত্যর্পণ মামলার রায় ঘোষণা হতে পারে।

ঘরে বাইরে খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.