বুধবার, অর্থাৎ - গত ১৮ ডিসেম্বর ছিল ভারতের পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার জন্মদিন। সেই উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে আবেগ ভরা পোস্ট করেছিলেন আর এক পলাতক এবং আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিত্ব ললিত মোদী! বৃহস্পতিবার 'প্রিয়তম বন্ধু' ললিতের সেই শুভেচ্ছাবার্তার জবাব দিলেন বিজয় মালিয়া।
দুই পক্ষের মধ্যে ভাবের এই আদান-প্রদানে যে বিষয়টি সকলের নজর কেড়েছে, তা হল নিজেদের মাতৃভূমি ভারতবর্ষের প্রতি দু'জনেরই প্রত্যক্ষ এবং পরোক্ষ দোষারোপ!
ললিত মোদী যেমন তাঁর পোস্টে বিজয় মালিয়ার উদ্দেশে লেখেন - 'আমার বন্ধু বিজয় মালিয়াকে জন্মদিনের অনেক শুভকামনা। জীবনে ওঠা-নামা থাকেই। সেটা আমরা দু'জনই দেখেছি। এসব একদিন কেটেও যাবে। যে বছরটা তোমার সামনে আসছে, সেটা যেন তোমারই বছর হয়। তোমার জীবন যেন ভালোবাসা এবং হাসিতে ভরে ওঠে।...'
এই পোস্টের কমেন্ট সেকশনে বিজয় মালিয়া যে জবাব দিয়েছেন, তা হল - 'ধন্যবাদ আমার প্রিয়তম বন্ধু। আমাদের দু'জনের সঙ্গেই সেই দেশে অন্য়ায় করা হয়েছে, যে দেশের জন্য আমরা কাজ করার চেষ্টা করেছিলাম।'
প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জানিয়েছেন, গত কয়েক বছর ধরে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) বিভিন্ন আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলির বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং সেই সম্পদ নিলাম করে ভুক্তভোগীদের হাতে তাঁদের খোয়া যাওয়া অর্থ ফেরত দেওয়ার কাজ করে চলেছে।
এই অভিযুক্তদের তালিকায় যে পলাতক হেভিওয়েটদের নাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন বিজয় মালিয়া। আর এই ঘটনার পরই রীতিমতো ঝাঁঝিয়ে ওঠেন বিজয় মালিয়া। প্রতিবাদ করেন সমাজমাধ্যমে।
তিনি দাবি করেন, তাঁর বিমান সংস্থার (কিংফিশার এয়ারলাইন্স - যা ইতিমধ্য়েই বন্ধ হয়ে গিয়েছে) মোট যত টাকা বকেয়া ছিল বলে অভিযোগ উঠেছিল, ব্যাঙ্কগুলি আগেই তার দ্বিগুণ অর্থ পুনরুদ্ধার করে নিয়েছে। তাই, তাঁর এক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার কথা!
এই প্রেক্ষাপটে বিজয় মালিয়ার প্রতি ললিত মোদীর শুভেচ্ছাবার্তা এবং তার জবাবে বিজয় মালিয়ার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তথ্যাভিজ্ঞ মহল বলছে, আসলে দুই পলাতকই মানতে রাজি নন যে তাঁদের তরফে কোনও অন্য়ায় হয়েছে। বরং, তাঁরা উলটে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তাঁদের উপরেই অন্যায় হয়েছে এবং সেটা তাদের মাতৃভূমিতেই তাঁদের সঙ্গে করা হয়েছে!
প্রসঙ্গত, আলাদা-আলাদাভাবে আর্থিক দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকে বিজয় মালিয়া এবং ললিত মোদী - দু'জনই ব্রিটেনে থাকছেন।