শুধু একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, আর তাতেই গোটা হত্যাকাণ্ডেল প্লটের পর্দাফাঁস হয়ে যায় পুলিশের কাছে। হরিয়ানার ব্যবসায়ী বিনোদ বারারার হত্যাকাণ্ডের ঠিক ৩ বছর পর এই হত্যার অভিযোগে তাঁর স্ত্রী ও স্ত্রীয়ের জিম ট্রেনার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার পরতে পরতে ছিল নানান প্রশ্ন, যে প্রশ্নের জাল ভেদ করতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ২ জন।
২০২১ সালের ডিসেম্বরের ১৫ তারিখে বিনোদ বারাদার মৃত্যু হয়েছে। গুলি করে তাঁকে হত্যা করা হয়। ঘটনার তদন্ত এই গুলিতে মৃত্যু ঘিরে। এবার যাওয়া যাক সেই ঘটনার থেকে কয়েক মাস আগে। ২০২১ সালের ৫ অক্টোবর এক দুর্ঘটনায় আহত হন বিনোদ। পঞ্জাবের রেজিস্টার করা গাড়িতে তিনি পথ দুর্ঘটনার শিকার হন। সেই ঘটনায় বিনোদের দুই পা ভেঙে যায়। পুলিশ জানাচ্ছে, এই পর পর ঘটনা বিনোদের স্ত্রী নিধি ও নিধির প্রেমিক পেশায় জিম ট্রেনার সুমিতের কারসাজি। তদন্তে পুলিশ জেনেছে, প্রথমে বিনোদকে হত্যা করার জন্য নিধি ও তাঁর প্রেমিক গাড়ি দুর্ঘটনার ছক কষে। সেই দুর্ঘটনায় বিনোদ মারা যাননি, তবে আহত হন। এরপর একেবারে বিনোদকে শেষ করে দিতে নিধি ও সুমিত গুলি চালনার প্ল্যান কষেন।
গোটা ঘটনায় বিনোদের এক আত্মীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে দেন। ডিসেম্বর মাসে বিনোদের খুনের পর তাঁরা পুলিশে এফআইআর করেন। সেখানে জানানো হয়, বিনোদের দুর্ঘটনার পর দেব সুনার নামে এক চালকের বিরুদ্ধে এফআইআর হয়। তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, বিনোদের বাড়ির সকলের বক্তব্য, দুর্ঘটনার ১৫ দিন পর সেই গাড়ির চালক দেব সুনার বিনোদের কাছে এসে বিষয়টি বোঝাপড়া করে নিতে চান। যে দেব সুনার ভাতিন্ডার বাসিন্দা। তখনই দেব সুনার বিনোদকে হুমকি দেন খুনের। এরপর ১৫ ডিসেম্বর দেব সুনারের হাতে ছিল সেদিন পিস্তল। আর সেই বিনোদকে গুলি করে। পরে দেব সুনারের বিরুদ্ধে মামলাও চলে। কেস সেখান পর্যন্তই থেমে ছিল। এরপর বিনোদের অস্ট্রেলিয়াবাসী এক ভাই এক মেসেজে বেশ কিছু সন্দেহের কথা তোলেন। বিনোদ বাদারা মামবালার ফাইল ফের খোলে পুলিশ। শুরু হয় ফের তদন্ত।
পুলিশি তদন্তে দেখা যায়, দেব সুনারের সঙ্গে সুমিতের যোগ ছিল। আর সুমিতের সঙ্গে নিধির যোগ ছিল। এরপর গত ৭ জুন পুলিশ সুমিতকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে সে বিনোদের দুর্ঘটনার পরিকল্পনা করার এবং পরে তাঁকে গুলি করার কথা স্বীকার করে। সে জানায়, নিধি ও তার সম্পর্কের কথা বিনোদ জেনে ফেলেন। আর তার জেরে নিধির সঙ্গে বিনোদের ঝগড়া হয়। তারপরই এই হত্যাকাণ্ডের ছক।