বাংলা নিউজ > ঘরে বাইরে > অসমে পশুদের যাতায়াতের করিডরে মদের দোকান, বিয়েবাড়ি! সরানো হল না এখনও

অসমে পশুদের যাতায়াতের করিডরে মদের দোকান, বিয়েবাড়ি! সরানো হল না এখনও

অসমে পশুদের যাতায়াতের করিডর থেকে অবৈধ নির্মাণ সরানো হল না এখনও। ফাইল ছবি . (PTI PHOTO.) (HT_PRINT)

অ্যানিমাল করিডরে যাতে গাড়ি পার্কিং করা না হয়, মাটি কাটা ও সবুজ ধ্বংস করা না হয়ে সেব্যাপারেও অনুরোধ করা হয়েছে।

বন্য জীবজন্তুর যাতায়াতের করিডর থেকে যাবতীয় অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত বছর ৩রা নভেম্বর রাজ্যসরকার সুপ্রিম কোর্টের কাছে এব্যাপারে তিন মাস সময় চেয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে সেই নির্মাণ কাজ থেকে গিয়েছে এখনও। কেবলমাত্র একটি রিসর্টের পাঁচিলের একাংশ ভেঙে দেওয়া হয়েছে। বাকি যা ছিল তেমনই রয়েছে। 

এবার এনিয়েই কাজিরাঙা ন্যাশানাল পার্ক ও টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর পি শিবকুমার অসমের মুখ্য বনপাল(বন্যপ্রাণ) ও চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এমকে যাদবের কাছে চিঠি লিখেছেন। ১৫ ফেব্রুয়ারি পাঠানো সেই চিঠিতে ৯টি করিডরের মধ্য়ে ৬টি করিডরের কথা উল্লেখ করা হয়েছে। মূলত কার্বি আলং, নওগাঁও ও গোলাঘাট জেলার করিডরেই এই ধরণের নির্মাণ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে কেবলমাত্র হলদিবাড়ি করিডরে একটি রিসর্টের সীমাণা প্রাচীর সরানো হয়েছে। বাকি যা ছিল তেমনই আছে।

ওই করিডরে সরকারি অতিথিশালা, মদের দোকান, ৬টি পার্কিং স্পট, একাধিক বাড়ি, ম্যারেজ হল, কাফে, রেস্তরাঁ, কাফে, হোটেল তৈরি হয়ে গিয়েছে। শিবকুমার তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, অসম সরকারকে অনুরোধ করা দরকার যাতে এই নির্মাণগুলি সরিয়ে ফেলে। পাশাপাশি অ্যানিমাল করিডরে যাতে গাড়ি পার্কিং করা না হয়, মাটি কাটা ও সবুজ ধ্বংস করা না হয়ে সেব্যাপারেও অনুরোধ করা হয়েছে। 

 

বন্ধ করুন