মণিপুরের জিরিবাম জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ক্যাম্পে সোমবার সন্দেহভাজন কুকি জঙ্গিরা হামলা চালিয়েছিল।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিআরপিএফের পাল্টা গুলি চালানোর পর গুলির লড়াইয়ে ১১ জঙ্গির মৃত্যু হয়েছে। এই অভিযানে এক সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন বলে জানা গেছে।
বরোবেকেরা থানার জাকুরাধোর এলাকায় এই গুলির লড়াই। তাতে কমব্যাট ইউনিফর্ম পরা জঙ্গিরা নিহত হয় বলে জানা গিয়েছে। জঙ্গিরা ওই এলাকার মেইতেই গ্রামে পরিত্যক্ত দোকানে আগুন লাগিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ।
গত তিন সপ্তাহ ধরে মণিপুরের বিভিন্ন অংশ থেকে বন্দুকযুদ্ধ ও হামলার ঘটনা হচ্ছিল।এবার জিরিবামে সোমবারের বন্দুকের লড়াই।
সোমবার ইম্ফল পূর্ব ও বিষ্ণুপুর জেলায় হিংসায় এক কৃষক-সহ দু'জন আহত হয়েছেন।
জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (জেএনআইএমএস)-এ চিকিৎসাধীন ইম্ফল ইস্টের নিউ কান্নানের কৃষক কানশোক হোরাম (৩৫) জানান, ইয়াইনগাংপোকপি সান্তি খোংবালের ধান খেতে গিয়ে তিনি আহত হন। তিনি বলেন, 'সকাল ৯টার দিকে আমি একটি গুলির শব্দ শুনতে পাই এবং যখন আমি নিজের দিকে তাকাই তখন আমি একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাই। হামলাকারীরা সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আমরা পালানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কিছুক্ষণ পর বিএসএফ ও পুলিশ মোতায়েন করা হয়। তারা আমাদের উদ্ধার করে।
চিকিৎসকরা জানিয়েছেন, কানশোকের সাতটি মাল্টিপল পেলেট ইনজুরি রয়েছে। জেএনআইএমএস-এ রেফার করার আগে তাদের মধ্যে পাঁচজনকে ইয়াইনগাংপোকপির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। তার শরীরে আরও দুটি ছররা গুলি ঢুকে গেছে এবং সেগুলো অপসারণ করা হবে।
ইয়াইনগাংপোকপি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, সকাল ৯টা ৩৫ মিনিটে রাজ্য পুলিশ ও বিএসএফের একটি যৌথ দল গুলির শব্দ শুনতে পায় এবং ১০ মিনিটের বন্দুকযুদ্ধের পর সাত কৃষককে উদ্ধার করে। তিনি আরও বলেন, সম্মিলিত দলটি উয়োক মানিং চিং (উয়োক পার্বত্য অঞ্চল) এলাকায় আধিপত্য বিস্তার করে এবং কৃষকদের ওপর হামলা চালানোর জন্য সশস্ত্র দুর্বৃত্তদের ব্যবহৃত বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করে।
অন্য একটি ঘটনায় সোমবার রাত আড়াইটে নাগাদ কুকি অধ্যুষিত এলাকা সংলগ্ন ডাম্পি পাহাড়ি এলাকার জঙ্গিরা বিষ্ণুপুর জেলার সাইটন গ্রামে হামলা চালায়। গ্রামটি বিষ্ণিপুর জেলার সীমান্তে এবং পার্শ্ববর্তী চূড়াচাঁদপুর জেলার মধ্যে পড়েছে।
কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী হামলা প্রতিহত করলে কয়েক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে এক গ্রাম্য স্বেচ্ছাসেবক আহত হন।