উত্তরপ্রদেশে বিয়ের জমজমাট আসর। অতিথিরা একে একে আসতে শুরু করেছেন। পনীর, পোলাও, নানা ধরনের রান্না ছিল বিয়ে বাড়িতে। এমনকী বিয়েতে পণও দেওয়া হয়েছিল প্রচুর। কিন্তু এতসব কিছুর পরেও দুটি বিষয় অনুপস্থিত ছিল বিয়ে বাড়িতে। সেটা হল মাছ আর মাংস। আর এতেই একেবারে মাথায় রাগ উঠে যায় বরের পরিজনদের। শুরু হয়ে গেল মারপিট। তুমুল মারপিট। তারা কনের বাড়ির লোকজনের উপর চড়াও হয় বলে অভিযোগ।
এদিকে এই গন্ডগোলের জেরে বর বিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানান যে বরের বাড়ির লোকজন তাদের উপর চড়াও হয়েছিল। তাদেরকে মারধর করা হয়েছে। তাদের কাছ থেকে বিরাট টাকার পণ নেওয়া হয়েছে।
দীনেশ শর্মার কন্যা সুষমা শর্মা। তাঁর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল অভিষেক শর্মার। এদিকে মালাবদলও হয়ে গিয়েছিল। সব কিছু ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু আচমকাই ছন্দপতন। বরকে এসে বলা হয় যে বিয়ে বাড়িতে মাছ মাংস কিছু করা হয়নি। এরপরই একেবারে হইহই কাণ্ড।
এরপরই বর, বরের বাবা তীব্র গালিগালাজ শুরু করে দেন। মূলত আমিষ খাবার না পেয়েই তারা ঝামেলা শুরু করে দেন। কনের বাবার দাবি, কিছু বুঝে ওঠার আগেই ওরা মারতে শুরু করল। কয়েকজন আমাদের মারধর করা শুরু করল।
এদিকে বিয়ে বাড়ির আনন্দ অনুষ্ঠান হয়ে গেল যেন কুস্তির আসর। একে অপরকে মারছে। ঘুঁষি মারছে। দুই পরিবারের মধ্যে তুমুল লড়াই।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে ৫ লাখ টাকা পণ হিসাবে নেওয়া হয়েছে। দীনেশ শর্মা জানিয়েছেন, আমি ৪.৫ লাখ টাকা অভিষেক শর্মাকে দিয়েছি। গাড়ি কেনার জন্য় এই টাকা দেওয়া হয়েছিল। একটা তিলক সেট ও দুটো সোনার আংটিও দিয়েছিলাম।
এদিকে কেবলমাত্র আমিষ খাবার না হওয়ার জেরে যেভাবে মারপিট করা হয়েছে বিয়ে বাডি়তে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
কেন মাছ মাংস হয়নি তা নিয়ে তারা প্রথমে প্রশ্ন তোলে। এরপরই শুরু হয় মারধর। চেয়ার ছোঁড়া হয়। গালিগালাজ করা হয়। ঘুঁষি মারা হয়। মারপিট করা হয়। ভাঙচুর করা হয়। একেবারে ভয়াবহ পরিস্থিতি বিয়ে বাড়িতে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ছেলের বাড়ির লোকজন চিৎকার করছেন মারধর করছেন, মহিলারাও ঝামেলায় জড়িয়ে পড়েছেন।