বাংলা নিউজ > ঘরে বাইরে > Jodhpur Violence: ফের অশান্ত রাজস্থান, ইদে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ যোধপুরে, জখম ৪ পুলিশ

Jodhpur Violence: ফের অশান্ত রাজস্থান, ইদে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ যোধপুরে, জখম ৪ পুলিশ

ইদে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ যোধপুরে, জখম ৪ পুলিশ (ছবি - টুইটার)

Jodhpur Violence: সোমবারের পর মঙ্গলবারও সংঘর্ষ বাধে যোধপুরে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জালোরি গেটের কাছে ইদগাহে নামাজ আদায়ের পর ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে, সকালে আবারও জালোরি গেটে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।

সচিন সাইনি

ফের একবার সাম্প্রদায়িক হিংসার সাক্ষী থাকল রাজস্থান। সোমবার গভীর রাতে যোধপুরের জালোরি গেট এলাকার কাছে দুই সাম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। ইদের আগে ধর্মীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে জানা যায়। এর জেরে পাথর ছোড়ার ঘটনা ঘটে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ব্যবহার করে পুলিশ। এই ঘটনায় চার পুলিশসহ অনেকে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে এই সংঘর্ষের পরই প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

এদিকে সোমবারের পর মঙ্গলবারও সংঘর্ষ বাধে যোধপুরে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জালোরি গেটের কাছে ইদগাহে নামাজ আদায়ের পর ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে, সকালে আবারও জালোরি গেটে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এর জেরে কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গেহলট বলেন, এই ঘটনা 'অত্যন্ত দুর্ভাগ্যজনক'। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: ‘আমরা লড়তে জানি, আমরা…’, ইদ উপলক্ষে রেড রোড থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

উল্লেখ্য, যোধপুর গেহলটের জায়গা। জানা গিয়েছে, সকালের হিংসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত গতরাত সাড়ে ১১টার দিকে। শহরের কেন্দ্রস্থলে একটি বাণিজ্যিক এলাকা জালোরি গেটে ইদের আগে একটি সম্প্রদায়ের কিছু লোক ধর্মীয় পতাকা লাগানোর সময় এ ঘটনা ঘটে। সেই সময় অন্য সম্প্রদায়ের লোকেরা আপত্তি তোলে, যার ফলে উত্তপ্ত বাক্য বিনিময় এবং সংঘর্ষ হয়। সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়লে উভয় সম্প্রদায়ের লোকজন জড়ো হয়। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বিবাদ মেটানোর চেষ্টা করে। পরে রাত সাড়ে ১২টা নাগাদ জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কিন্তু পরে দুই সম্প্রদায়েরই লোকজন আবার সেখানে জড়ো হয়ে পাথর ছুড়তে থাকে একে অপরকে লক্ষ্য করে।

এর আগে রাজস্থানের করৌলিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল কয়েক সপ্তাহ আগেই। সেখানে গত ২ এপ্রিল শহরের মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে একটি ধর্মীয় বাইক ব়্যালি যাচ্ছিল। সেই সময় কিছু দুষ্কৃতকারী বাইক র্যাকলিতে পাথর ছুড়েছিল৷ এরপরই রীতিমতো আগুন জ্বলেছিল করৌলিতে।

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.