মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল পর্যায়ের লড়াই শুরু হওয়ার ঠিক আগের দিনই আমেরিকার পরবর্তী রাষ্ট্রপ্রধানের নাম 'জানিয়ে দিল' মু ডেং! তার 'ভবিষ্যদ্বাণী' সঠিক হলে ধরে নিতে হবে, আবারও একবার প্রেসিডেন্টের কুর্সিতে বসতে চলেছেন এবারের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প!
কে এই মু ডেং?
মু ডেং হল পিগমি হিপ্পো প্রজাতির একটি বাচ্চা জলহস্তী। তার বাসস্থান থাইল্যান্ডের চোনবুড়ি প্রদেশে অবস্থিত খাও খেও চিড়িয়াখানা। বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে মু ডেং-এর অসংখ্য অনুরাগী রয়েছেন। তাঁদের অনেকেই বিশ্বাস করেন, মু ডেং নাকি ভবিষ্যৎবাণী করতে পারে!
কীভাবে ভবিষ্যদ্বাণী করল ছোট্ট মু ডেং?
এহেন মু ডেংয়ের কাছে আমেরিকার ভাবী প্রেসিডেন্টের নাম জানতে চাওয়া হয়েছিল! তার জন্য এক অভিনব উপায় অবলম্বন করা হয়। মু ডেংয়ের সামনে রেখে দেওয়া হয় দু'টি ফ্রুট কেক। তার একটিতে কমলা হ্যারিস এবং অন্যটিকে ডোনাল্ড ট্রাম্পের নাম লেখা হয়েছিল।
মু ডেংয়ের পছন্দ হয় ট্রাম্পের নাম লেখা কেকটি। সে অত্যন্ত আনন্দের সঙ্গে সেই কেক উদরস্থ করে। আর, তার এই পছন্দ থেকেই ধরে নেওয়া হচ্ছে, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই ফের একবার জিততে চলেছেন!
ভাইরাল ভিডিয়ো:
মু ডেংয়ের সেই অভিনব ভবিষ্যদ্বাণী করার মুহূর্তটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সংবাদমাধ্যমগুলির মধ্যে প্রাথমিকভাবে সেই ভিডিয়ো পোস্ট করে নিউ ইয়র্ক পোস্ট।
তারপর একে একে অন্যরাও সেই ভিডিয়ো পোস্ট করে। সকলেরই বক্তব্য হল, থাইল্যান্ডের ওই চিড়িয়াখানার কর্মীরা একটি বাচ্চা হিপ্পোকেই কার্যত জ্যোতিষী বানিয়ে দিয়েছেন!
এ নিয়ে সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মজা করে বলছেন, মু ডেংয়ের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের অধিকার না থাকা সত্ত্বেও 'ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করে' সে সফলভাবে মার্কিন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে।
কীভাবে সোশাল মিডিয়ায় জনপ্রিয় হল ছোট্ট মু ডেং?
তথ্য বলছে, মু ডেংয়ের জন্ম হয় গত ২৫ জুলাই। সংশ্লিষ্ট চিড়িয়াখানার অপর এক আবাসিক হল খামু। সেও জলহস্তী। তবে, বয়সে বড়। তার নামে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে একটি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট চালানো হয়।
সম্প্রতি খামুর সেই অ্যাকাউন্ট থেকেই ছোট্ট মু ডেংয়ের ভিডিয়ো পোস্ট করতে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানুষজন সেগুলি পছন্দ করায় ওই অ্য়াকাউন্টে গত কয়েকমাসে মু ডেংয়ের ভিডিয়োই বেশি করে দেওয়া হয়। আর তাতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে ছোট্ট এই প্রাণীটি।
সোশাল মিডিয়ার হিসাব বলছে, 'মার্কিন প্রেসিডেন্ট পদে ফের একবার ডোনাল্ড ট্রাম্প বসতে চলেছেন' বলে মু ডেং যে 'ভবিষ্যদ্বাণী' করেছে, তারপর তার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে।