ভালোবাসার কোনও সীমা হয় না। তাই প্রমাণ করতে যেন আইন ভেঙে বাইকের ট্যাঙ্কে উলটো হয়ে বসেঠিলেন যুবতী। তবে বলা হয়, 'আইনের হাত লম্বা হয়'। সেই 'লম্বা' আইনের হাতেই ধরা পরলেন যুগল। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের। বাইকে স্টান্ট করার দায়ে পুলিশের জালে এক যুগল। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, এক যুবতী উলটো হয়ে বাইকের ট্যাঙ্কারে বসে। বাইকেল চালক সোজা হয়ে সেই বাইক চালাচ্ছেন। যুবক এবং যুবতী মুখোমুখি। যুবতী উলটো হয়ে বসে যুবককে আলিঙ্গন করে বসেছিলেন। ঘটনাটি বিশখাপট্টনমে ঘটেছে। ভাইরাল ভিডিয়োটি পুলিশের নজরে এসেছে বৃহস্পতিবার। ঘটনাটি পুলিশের নজরে আসতেই তারা এর প্রেক্ষিতে পদক্ষেপ করে।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, দ্রুত গতিতে একটি যুবক রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন। সেই বাইকে উলটো হয়ে বসে আছেন এক যুবতী। সেই যুবতী বাইকচালককে আলিঙ্গন করে রয়েছেন। তার মধ্যেই বাইক চালিয়ে যাচ্ছেন সেই যুবক। এই ভিডিয়োটি তোলেন কোনও তৃতীয় ব্যক্তি। তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সরকার যেখানে সড়কে যাত্রী সুরক্ষা নিয়ে এত প্রচার চালাচ্ছে, সেখানে এই ধরনের ভিডিয়ো ভাইরাল হওয়াতে স্বভাতই প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, ভিডিয়োতে যেই যুবতী বাইকে উলটো হয়ে ট্যাঙ্কে বসেছিলেন, তাঁর নাম কে শৈলজা। বয়স মাত্র ১৯ বছর। এদিকে বাইকচালকের নাম অজয় কুমার। তাঁর বয়স ২২ বছর। এই গোটা বিষয়টি নিয়ে যখন বিশাখাপত্তনমের পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন তারা তৎপর হয়ে ওঠে। শৈলজা এবং অজয় কুমারকে পুলিশ গ্রেফতার করে। এদিকে স্টান্টে ব্যবহৃত বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। বেপরয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে এই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মোটর ভেহিকেল আইনের ৩৩৬, ২৭৯, ১৩২, ১২৯ ধারায় পুলিশ মামলা নথিভুক্ত করে শৈলজা এবং অজয়ের বিরুদ্ধে।
এদিকে শৈলজা এবং অজয়কে গ্রেফতার করেই ক্ষান্ত থাকেনি পুলিশ। দুই জনের কাউন্সেলিংয়েরও আয়োজন করে পুলিশ। এদিকে কাউনিসেলিংয়ের সময় শৈলজা এবং অজয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন। দুই ধৃতের অভিভাবকদের পুলিশই ডেকে পাঠিয়েছিল। বিশখাপত্তনম সিটি পুলিশের কমিশনার সিএইচ শ্রীকান্ত জানান, সব নাগরিক এবং অভিভাবকদের জন্য ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি হুঁশিয়ার করে দেন, যাঁরা ট্রাফিক আইন অমান্য করবেন, তাঁদের এর ভারী দাম দিতে হবে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এমনকী অভিযুক্তদের গাড়ি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।