বাংলা নিউজ > ঘরে বাইরে > Passenger Mid Air Shows Breasts to all: মাঝ আকাশে ধুন্ধুমার! নগ্ন হয়ে বিমানকর্মীকে কামড়, ককপিটে ঢোকার চেষ্টা মহিলার

Passenger Mid Air Shows Breasts to all: মাঝ আকাশে ধুন্ধুমার! নগ্ন হয়ে বিমানকর্মীকে কামড়, ককপিটে ঢোকার চেষ্টা মহিলার

নগ্ন হয়ে বিমানকর্মীকে কামড়, ককপিটে ঢোকার চেষ্টা মহিলার

যখন ঘটনাটি ঘটে, তখন বিমানটি ৩৩ হাজার ফিট উচ্চতায় ছিল। উড়ানটি স্ট্যাভরপোল থেকে মস্কো যাচ্ছিল। এদিকে অভিযুক্ত যাত্রী নেশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে এক মহিলা বিমান যাত্রী নিজের জামা কাপড় খুলে ফেলে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করছেন। শুধু তাই নয়। তিনি বিমানেই ধূমপান করার জন্য পিড়াপিড়ি করতে থাকেন। বিমানে থাকা বাকি সহযাত্রীদের তিনি বলতে থাকেন, 'সবাই মারা যাবে।' এদিকে পোশাক খুলে ফেলায় বারবার তার বক্ষ যুগল ঢেকে দেওয়ার জন্য বিমানকর্মীরা একটি তোয়ালে দিচ্ছিলেন সেই যাত্রীকে। তবে তিনি সেটা নিতে অস্বীকার করছিলেন।

জানা গিয়েছে, ঘটনাটি রাশিয়াতে ঘটেছে। অভিযুক্ত মহিলার নাম অ্যাঞ্জেলিকা মোস্কভিটিনা। তাঁর বয়স ৪৯ বছর। তিনি উলঙ্গ হয়ে এক পুরুষ বিমানকর্মীকে কামড় দেন বলে অভিযোগ উঠেছে। এরপর তিনি বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। এয়েরোফ্লট সংস্থার বিমানে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে। যখন ঘটনাটি ঘটে, তখন বিমানটি ৩৩ হাজার ফিট উচ্চতায় ছিল। উড়ানটি স্ট্যাভরপোল থেকে মস্কো যাচ্ছিল। এদিকে অভিযুক্ত যাত্রী নেশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

অভিযোগ, অ্যাঞ্জেলিকা বিমানের বুথরুমে ঢুকে পড়ে ধূমপান শুরু করেন। এরপর বাথরুম থেকে বেরিয়ে এসে সব যাত্রীর সামনেই নিজের জামা খুলে ফেলে অর্ধনগ্ন হয়ে যান। এরপর বিমানকর্মীরা সেই যাত্রীকে নিজের আসনে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন এবং পোশাক পরে নিতে বলেন। তবে তাঁকে কোনও ভাবেই মানানো সম্ভব হয়নি। এই আবহে বিজনেস ক্লাসের যাত্রীদের সাহায্যে বিমানকর্মীরা তাঁকে কোনওভাবে একজায়গায় জোর করে বসান। পরে ক্যাপ্টেনের নির্দেশে হাতকড়া পরানো হয় তাকে। এর মাঝে সেই যাত্রী ককপিটের দরজা ভেঙে সেখানেও ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ।

বন্ধ করুন