প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ নামতে না নামতেই ফের একবার মার্কিন মুলুকে ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) নিয়ে শুরু হয়েছে জোর চর্চা!
বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে, চলতি সপ্তাহেই নাকি ওয়াশিংটনের ক্যাপিটল হিলের আকাশে ইউএফও-র দর্শন মিলেছে। এবং সেই ঘটনার ছবি কোনও আম-নাগরিক তোলেননি। সেই ছবি তুলেছেন মার্কিন বায়ু সেনার একজন প্রাক্তন সদস্য তথা লাইসেন্সপ্রাপ্ত ট্যুর গাইড ডেনিস ডিগ্গিন্স। তাঁর তোলা সেই ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নিউ ইয়র্ক পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ডিগ্গিন্স যে ছবি তুলেছেন, তাতা দেখা যাচ্ছে, ক্যাপিটল হিলের গম্বুজাকৃতি চূড়ার মাথায় অবস্থিত স্ট্যাচু অফ ফ্রিডমের ঠিক উপর, আকাশ থেকে চারটি রহস্যময় আলো ঘুরে বেড়াচ্ছে!
এই একই ঘটনার আরও একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেটি অন্য দিক রেকর্ড করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে ঘুরে বেড়ানো সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যেন 'মহাশূন্য' থেকে ওই আলো এসে পড়েছে! যার জেরে একদিকে যেমন মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, তেমনই ছড়িয়েছে আতঙ্ক!
প্রসঙ্গত, মার্কিন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ হল, তারা মহাবিশ্বের এলিয়েন সভ্যতা সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও সেই সংক্রান্ত তথ্য এত কাল ধরে গোপন করে এসেছে। এমনকী, মার্কিন সরকারের তথাকথিত অসংখ্য গোপন এবং ক্লাসিফায়েড গবেষণা নিয়েও নানা সময় প্রশ্ন উঠেছে।
এই বিষয়টি নিয়েই সম্প্রতি মার্কিন কংগ্রেসে একটি শুনানির আয়োজন করা হয়। তাতে পেন্টাগনের তরফে সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
বলা হয়, বিভিন্ন সময় সেনাবাহিনীর সদস্য-সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা এমন কিছু ঘটনা সম্পর্কে রিপোর্ট করেছেন, আপাতদৃষ্টিতে যার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। সেই সব ঘটনার তদন্তে চলছে বলেও পেন্টাগনের তরফে দাবি করা হয়েছে।
লক্ষ্যণীয় বিষয় হল, সেই শুনানির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই ইউএফও দর্শনের দাবি উঠল! তাও কিনা ক্যাপিটল হিলের মতো গুরুত্বপূর্ণ একটি স্থাপত্যের ঠিক উপরে!
যদিও এই প্রেক্ষাপটে ইউএফও বিশেষজ্ঞদের একাংশ ঝাঁপিয়ে পড়েছেন এই ঘটনাকে ভিত্তিহীন প্রমাণ করতে। যেমন - ইউএফওলজিস্ট জন গ্রিনিওয়াল্ড জুনিয়রের দাবি, যেটাকে ইউএফও-র আলো বলে দাবি করা হচ্ছে, তা আসলে ক্যাপিটল হিলেরই আলো! যা সংশ্লিষ্ট ক্যামেরা লেন্সে রহস্যময়ভাবে ধরা দিয়েছে! এমন ঘটনা আগেও বহুবার ঘটেছে বলে দাবি করেছেন জন।