ছবিটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার। দোকানদারের এই উদার মনোভাব সকলকে অনুপ্রাণিত করেছে। অনেকেই এই মহত্ কাজের জন্য দোকানাদারকে ধন্যবাদ জানিয়েছেন।
1/5শিশুদের বিনামূল্যে কেক খাওয়ান এক দোকানদার। হ্যাঁ, এমনই একটি ঘটনার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে একটি দোকানে পোস্টার দেখা যাচ্ছে। তাতে লেখা, ১৪ বছর বয়স পর্যন্ত, অনাথ শিশুরা বিনামূল্যে কেক খেতে পারবে। আইএএস অফিসার অবনীশ শরণও ছবিটি টুইট করেছেন। ফাইল ছবি; টুইটার (Twitter)
2/5আইএএস শরণ দোকানদারের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন যে, আমি দোকানের মালিকের প্রতি আমার ভালবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করছি। ফাইল ছবি; টুইটার (Twitter)
3/5একটি টুইটের রিপ্লাইতে তিনি জানিয়েছেন, ছবিটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার। দোকানদারের এই উদার মনোভাব সকলকে অনুপ্রাণিত করেছে। অনেকেই এই মহত্ কাজের জন্য দোকানাদারকে ধন্যবাদ জানিয়েছেন। প্রতীকী ছবি; এপি (Twitter)
4/5আইএএস অফিসার অবনীশ শরণের টুইট করা ছবিটি ২ হাজারেরও বেশি বার রিটুইট করা হয়েছে। ২৫ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন। ছবি; টুইটার (Twitter)
5/5অনেকে সেই দোকানদারের ঠিকানা চেয়েছেন। তাঁরাও এ বিষয়ে তাঁর পাশে দাঁড়াবেন ও আর্থিক সাহায্য করবেন বলে জানিয়েছেন। ছবি; টুইটার (Twitter)