বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: অসুস্থ দাদুকে আনন্দ দিতে হাসপাতালে গান চালিয়ে নাচ পরিবারের

Viral Video: অসুস্থ দাদুকে আনন্দ দিতে হাসপাতালে গান চালিয়ে নাচ পরিবারের

ছবি-টুইটার (Twitter)

হাসপাতালের ঘর। একজন অসুস্থ বৃদ্ধ বিছানায় শুয়ে আছেন। আর তার সামনে নাচছেন তাঁর পরিবারের সদস্যরা। শ্যারি মানের জনপ্রিয় 'থ্রি পেগ' গানের তালে ভাঙরা স্টাইলে নাচছেন তাঁরা। রীতিমতো ব্লু-টুথ স্পিকার চালিয়ে চলছে নাচ।

পঞ্জাবের মানুষদের মধ্যে কয়েকটা বিষয় বেশ 'কমন' বলা যায়। যেমন পেটভরে খাওয়াদাওয়া, শরীরচর্চা, সবসময় ফুর্তিতে থাকা ইত্যাদি। আর এই আনন্দ-ফুর্তিতে থাকার অন্যতম রসদ হল পঞ্জাবি গানে দারুণ নাচ। যে কোনও সময়ে, যে কোনও মুহূর্তে শুরু হতে পারে সেই নাচ। আর তাতেই তাঁদের আনন্দ। এমনই এক অনাবিল আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লিপটি এক আইপিএস অফিসারও শেয়ার করেছেন। দেখে আপনারও দিনটি সুন্দর হতে বাধ্য।

কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োয়? হাসপাতালের ঘর। একজন অসুস্থ বৃদ্ধ বিছানায় শুয়ে আছেন। আর তার সামনে নাচছেন তাঁর পরিবারের সদস্যরা। শ্যারি মানের জনপ্রিয় 'থ্রি পেগ' গানের তালে ভাঙরা স্টাইলে নাচছেন তাঁরা। রীতিমতো ব্লু-টুথ স্পিকার চালিয়ে চলছে নাচ। আর সেই গানের তালে তালে ধীরে ধীরে হাত নাড়ছেন অসুস্থ ওই ব্যক্তিও। তাঁরও মুখে চওড়া হাসি।

ভিডিয়োটা বেশি ব্যাখ্যা করব না, আপনারা নিজেরাই দেখুন সেই ভিডিয়ো:

গত ২২ অগস্ট ভিডিয়োটি টুইট করা হয়েছে। আর তার মধ্যেই এটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত ২ লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভিউ এসেছে। লাইক দিয়েছেন ৭ হাজারেরও বেশি মানুষ। নেটিজেনরা এই ভিডিয়োটা দেখে দারুণ মজা পেয়েছেন। পঞ্জাবিদের অদম্য উত্সাহের প্রশংসা করেছেন সকলে।

আপনার এই ভিডিয়োটি কেমন লাগল?

বন্ধ করুন