আচ্ছা, ডেয়ারি মিল্ক চকোলেট, চকোবার আইসক্রিম, জ্যাম কেমন লাগে? নিশ্চই ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন! এগুলি তো সবারই প্রিয়। এবার ধরুন দু'টিকে পুরে দেওয়া হল দুই স্লাইস মাখন মাখানো সাদা পাঁউরুটির মাঝে। তারপর উপর থেকে ছড়িয়ে দেওয়া হল চিজ। কেমন লাগবে?
না না, আঁতকে উঠবেন না। আসলে এমন কল্পনাতীত রেসিপিই এখন বাস্তব। সৌজন্যে ফুড ভ্লগিং। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে যে কিছুই বাকি রাখা হচ্ছে না, তার প্রমাণ মিলল আরও একটি ভিডিয়োয়।
এতদিন চকোলেট ম্যাগি, কোকাকোলা চাউমিনের ভিডিয়ো তো দেখেছেন। এবার দেখুন কীভাবে আরও কয়েকটি সুখাদ্যের বারোটা বাজানো হল!
লক্ষণীয়, স্যান্ডউইচটি আবার হার্ট আকারে কাটা হয়েছে। বলতে পারেন এটা একটা রূপক মাত্র। এটি খেয়ে আপনার হৃদয় নরম হবে কিনা, তার গ্যারান্টি নেই। তবে ভিডিয়োটি দেখেই যে আপনার রক্তচাপ যে বেড়ে যেতে পারে, তা হলফ করে বলতে পারি। বুক চিন চিনও করে উঠতে পারে।
আচ্ছা, আর বেশি সময় নষ্ট করব না। নিজেই দেখুন, কীভাবে স্যান্ডউইচ, চকোলেট, আইসক্রিম, চিজের মাধ্যমে একটি 'হরর স্টোরি' বানানো হয়।
দেখুন সেই ভিডিয়ো:
ভিডিয়োটি গুজরাটের একটি স্ট্রিট ফুড ভেন্ডরের। এমন আজব স্যান্ডউইচ এর আগে দেখেছেন? চেখে দেখবেন নাকি এই হার্ট স্যান্ডউইচ?