আতঙ্ক ছড়াচ্ছে বিপদগামী কুকুর। জলাতঙ্কের ভয়ে তটস্থ প্রত্যেকে। ১৪ অগস্ট রাতের মর্মান্তিক ঘটনা চিন্তা দিয়েছে আমজনতাকে। উত্তরপ্রদেশের গোরখপুরে একটি কুকুরট মাত্র এক ঘণ্টার মধ্যে নারী ও শিশুসহ ১৭ জনকে আক্রমণ করেছে এদিন। হামলার একটি ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
কী দেখা গিয়েছে
পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে রাত ৯টা ৪৫ মিনিটে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ২২ বছর বয়সী বিবিএ ছাত্র আশিস যাদব বাড়ির বাইরে ফোনে কথা বলছিলেন, এমন সময় হঠাৎ একটি বিপথগামী কুকুর তাঁকে আক্রমণ করে বসে।
আরও পড়ুন: (Eye infection in monsoon: বর্ষায় শরীরের পাশাপাশি চোখেও দেখা যায় সংক্রমণ, কীভাবে আটকাবেন এটি)
শাহপুরের আবাস বিকাশ কলোনির ছেলে আশীষ যাদবের উপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়েছিল একটা বিপথগামী কুকুর। আশিস কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও, কিন্তু এটি তাঁকে আক্রমণ করতে থাকে। কুকুরটি প্রথমে আশীষের পায়ে জোরে কামড় দেয়। এরপর কুকুরটি মুখেও আক্রমণ করে। হামলার পর আশীষের মুখ, চোখ ও ঠোঁট দিয়ে রক্ত ঝরছিল। সব থেকে বড় বিষয় হল এদিন, আশীষ কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলেও কুকুরটি তাঁকে আক্রমণ করে যাচ্ছিল। এই হামলার পর আশিসের বাবা বিজয় যাদব তাঁকে জেলা হাসপাতালে নিয়ে গেলেও সেখানে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যায়নি।
আক্রান্ত আরও অনেকেই
বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা এক মহিলাকেও আক্রমণ করে একই কুকুর। মহিলার হাঁটু এবং পায়ে এতটাই গভীর ক্ষত হয়েছে যে তার জন্য বেশ কয়েকটি সেলাই প্রয়োজন মহিলার। এরপর বাড়ির বাইরে খেলতে থাকা দুই মেয়েকেও আক্রমণ করে বসে কুকুরটি। ঘণ্টাখানেকের মধ্যেই এই সব ঘটনা ঘটে। এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন: (Cervical cancer: ভ্যাকসিন নাকি সচেতনতা, কীভাবে আপনি কমাতে পারবেন সারভাইকাল ক্যানসারের ঝুঁকি)
হাসপাতালে ভ্যাকসিন নেই
হাসপাতালে ভ্যাকসিনের অভাবে আক্রান্তদের সমস্যা আরও বেড়েছে। হাসপাতালে জলাতঙ্কের টিকা না থাকায় কুকুরের কামড়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বহু মানুষকে। স্থানীয় লোকজন ইতিমধ্যেই পৌর কর্পোরেশনকে বিপথগামী কুকুরের খবর দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও দৃঢ় পদক্ষেপ করা হয়েছে বলে খবর নেই। কুকুরের আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকরা।
আরও পড়ুন: (Breakfast recipe: অফিসের ব্যস্ত সকাল? জেনে নিন এই মুড়ি উপ্মার চটজলদি রেসিপি)
এ বিষয়ে পৌর কর্পোরেশন কী বলেছে
গোরখপুরের অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার দুর্গেশ মিশ্র বলেছেন যে তিনি হামলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাননি এখনও। তবে, পৌর কর্পোরেশন দল বিপথগামী কুকুরের জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাচ্ছে এবং একটি প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রও নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছেন কমিশনার। কর্মকর্তারা পোষ্য কুকুরের জন্য টিকা দেওয়ার প্রচার করার কথাও বলেছেন।