ভালোবাসা পেলে সকলেই পোষ মানতে বাধ্য। তা সে বনরাজই হোক না কেন। বিশেষত বনের বাইরের পরিবেশে যাঁরা তাদের যত্ন নেয়, তাদের সঙ্গে যেন কুকুর-বিড়ালের মতোই আচরণ করে সিংহের মতো বড় প্রাণী। সম্প্রতি এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে একটি মানুষ এবং একটি সিংহের সুন্দর বন্ধুত্ব দেখতে পাবেন।
হঠাত্ ঝাঁপিয়ে পড়া দেখে ভুল ভাবতেই পারেন যে সিংহ লোকটিকে আক্রমণ করছে। কিন্তু আসলে যে এটা ভালোবেসে আদর করতে ঝাঁপ, তা একটু দেখলেই বুঝবেন।
ট্রেনারের নাম ভ্যাল গ্রুইনার। ভ্যাল বতসোয়ানার (দক্ষিণ আফ্রিকা) কালাহারি মরুভূমিতে একটি রিজার্ভে সিরগা নামের এক সিংহের কেয়ারটেকার। ৯ বছরের সিংহকে ভ্যাল নিজে হাতে 'মানুষ' করেছেন। ভ্যাল প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর এবং সিরগার বন্ধুত্বের ছবি শেয়ার করেন। সিরগার জন্য তাঁর একটি আলাদা অ্যাকাউন্টও রয়েছে। অ্যাকাউন্টটির নাম ‘সিরগাথেলিওনেস’। তাতে প্রায় ৭৮ হাজার ফলোয়ার রয়েছে।
এক নজরে দেখে নিন সেই ভিডিয়ো :
এই ধরনের এনক্লোজারগুলি কিন্তু মোটেও চিড়িয়াখানা নয়। এখানে সাধারণত পর্যবেক্ষণ, চিকিত্সা, দ্রুত প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণে বিশাল এলাকা জুড়ে সিংহের দেখভাল করা হয়।