বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: মাছ নিয়ে কুমিরের সঙ্গে লড়াই এক ব্যক্তির! কে জিতল শেষমেশ?

Viral Video: মাছ নিয়ে কুমিরের সঙ্গে লড়াই এক ব্যক্তির! কে জিতল শেষমেশ?

ফাইল ছবি: টুইটার (Twitter)

ভিডিয়োতে দেখা যাচ্ছে জেলে এবং কুমির দু'জনেরই নজর একই মাছের দিকে। স্কট রোসকারেল তাঁর ফিশিং রডের হুকে মাছ টানছেন। কিন্তু এদিকে সেই মাছের উদ্দেশ্যেই কুমিরটিকে সাঁতার কাটতে দেখা গিয়েছে।

খোকা যাবে মাছ ধরতে ক্ষীরনদীর কূলে।

ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে।।

ছোটবেলায় কবিতাটা সকলেই পড়েছেন। তবে এবার বাস্তবেও এক খোকা গিয়েছিলেন মাছ ধরতে। তাঁর মাছ যদিও কোনও নিরীহ কোলা ব্যাঙের নজরে পড়েনি। বরং তাঁর মাছে লোভ ছিল এক কুমির বাবাজীর!

অস্ট্রেলিয়ার এক ব্যক্তি সম্প্রতি তাঁর Instagram পেজ 'nuffblokescotty'-তে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে একটি কুমিরের সঙ্গে একটি মাছের জন্য লড়াই করতে দেখা গিয়েছে। লোকটির নাম স্কট রোসকারেল। বন্ধুদের সঙ্গে মাছ ধরছিলেন তিনি। নদীতে কুমির দেখতে পেয়ে তাঁদের একজন ফোন বের করে ভিডিয়ো করতে শুরু করেন। ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে জেলে এবং কুমির দু'জনেরই নজর একই মাছের দিকে। স্কট রোসকারেল তাঁর ফিশিং রডের হুকে মাছ টানছেন। কিন্তু এদিকে সেই মাছের উদ্দেশ্যেই কুমিরটিকে সাঁতার কাটতে দেখা গিয়েছে।

তারপর কী হল? আপনার জন্য ভিডিয়োটা বেশি স্পয়েল করব না। নিজেই দেখে নিন কী কান্ড!

আপনি ওই ব্যক্তির জায়গায় থাকলে কী করতেন? আপনিও কি মাছের জন্য কুমিরের সঙ্গে টক্কর দিতেন?

বন্ধ করুন