বিয়েবাড়িতে নিজের মুখের লালা দিয়ে নান বানাচ্ছে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এমন ভিডিয়ো। গাজিয়াবাদের গোবিন্দপুরীর ঘটনার ভিডিয়ো পৌঁছায় প্রশাসনের কাছেও।
ভিডিয়োতে অভিযুক্তকে তন্দুরে রান্না করার আগে তার লালা দিয়ে নান বানাতে দেখা গিয়েছে। ভিডিয়োটি দুই দিন আগেকার। একের পর এক এমন ঘটনায় ক্ষুব্ধ নেটিজেনরা। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
আরও পড়ুন : Corona Update: ফের বাড়ছে করোনা, গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি সংক্রমণ
উত্তরপ্রদেশে অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। গত ২০২১ সালে দৌসা বানজারপুর গ্রামে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। সেখানেও একইভাবে পাচক নান রুটি তন্দুরে ঢোকানোর আগে তাতে থুতু দিচ্ছিলেন। ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছিল। দুই আসামিকে জেলে পাঠানো হয়। আরও পড়ুন : iPhone কেনা আর কোনও ব্যাপার নয়! অনেক দাম কমাচ্ছে Apple তার আগে মীরাটে একটি বিয়েবাড়িতেও দেখা যায়, তন্দুরে রুটি ঢোকানোর আগে এভাবে তাতে থুতু দেওয়া হচ্ছে।