নিউ ইয়র্কের সবচেয়ে আইকনিক কেন্দ্র টাইমস স্কোয়ার। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে ভিড় জমান। ফলে সেখানে এমনিতেই বেশ ভিড় থাকে। তাছাড়া রবিবার হওয়ায় আরও বেশি ভিড় ছিল।
নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের ম্যানহোল বিস্ফোরণ। রবিবার সন্ধ্যায় আতঙ্ক ছড়াল মার্কিন মুলুকের অন্যতম আইকনিক প্রাণকেন্দ্রে।
নিউ ইয়র্কের সবচেয়ে আইকনিক কেন্দ্র টাইমস স্কোয়ার। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে ভিড় জমান। ফলে সেখানে এমনিতেই বেশ ভিড় থাকে। তাছাড়া রবিবার হওয়ায় আরও বেশি ভিড় ছিল।
রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরেই ভয় পেয়ে যান সকলে। ভিডিয়োতে দেখা যায়, সবাই আতঙ্কিত হয়ে রাস্তায় দৌড়চ্ছেন।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে যে, কেবিল ফেলিওয়রের কারণে টাইমস স্কোয়ারে একটি ম্যানহোল বিস্ফোরণ হয়। অপর একটি ম্যানহোল থেকে ধোঁয়া বের হচ্ছিল।
Huge bang in Times Square around 6:50… followed by sirens and hundreds of people running away. Not sure what it was… but a lot of people on edge! #NYC#TimesSquarepic.twitter.com/nhTtSbKe4S