শিশুকে কিডন্যাপ করতে গেল বাঁদর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিয়ো।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাইকেলে চড়ে খেলছে এক শিশু। আর সেই সময়েই পিছন থেকে ছুটে এল একটি বাঁদর। টেনে হিঁচড়ে শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করল সে। পুরোটাই ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। আরও পড়ুন: iPhone কেনা আর কোনও ব্যাপার নয়! অনেক দাম কমাচ্ছে Apple
কোথাকার ঘটনা?
চিনের চোংকুইং শহরের ঘটনা। শহরের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে।
শিশুটির কিছু হয়নি তো?
সৌভাগ্যবশত, সেই সময়ে পাশের রাস্তা দিয়েই এক ব্যক্তি যাচ্ছিলেন। বিষয়টা তাঁর চোখে পড়ে। তিনি ছুটে এসে বাচ্চাটিকে উদ্ধার করেন। তবে বাঁদরের আক্রমণের ফলে অল্প আহত হয় শিশুটি।
শিশুটির মা জানিয়েছে, ঘটনার সময়ে রান্নাঘরে ছিলেন তিনি। তাঁর শিশুকন্যা সেই সময়ে বাড়ির বাইরে সাইকেল নিয়ে খেলা করছিল।
বাঁদরটি শিশুটিকে আঁচড়ে দিয়েছে বলে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিত্সা ও টিকাকরণের ব্যবস্থা করা হয়।
এই প্রথম নয়
চোংকুইং মিউনিসিপ্যালিটির স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত মে মাস থেকে বাঁদরের আক্রমণের ঘটনা বেড়েছে। প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি বলে জানিয়েছেন তাঁরা।