এক ঝলক দেখলে চমকে যাবেন অনেকেই।
মুম্বইয়ের আন্ধেরি রেল স্টেশনের কাছে এক চাট বিক্রেতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কারণ ওই ব্যক্তির সঙ্গে ভারতীয় ধনকুবের শিল্পপতি গৌতম আদানির অদ্ভুত সাদৃশ্য রয়েছে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ ব্যাপকভাবে শেয়ার করা ক্লিপটিতে দেখা যাচ্ছে যে বিক্রেতা স্টলে দাঁড়িয়ে আছেন এবং এক ব্যক্তি একটি ফোন ধরে আদানির ছবি প্রদর্শন করছেন, মূলত তাঁর চেহারার সঙ্গে আদানির চেহারার এত মিল বোঝানোর জন্য়ই এটা করা হচ্ছে।
ভিডিওটির ক্যাপশনে মজা করে লেখা হয়েছে, 'গৌতম আদানির ভাই আন্ধেরি রেলওয়ে স্টেশনের কাছে চাট বিক্রি করেন, অন্যদিকে গৌতম একজন কোটিপতি। কিন্তু সে তার ভাইয়ের কাছ থেকে কোন সাহায্য পায় না। দুঃখজনক। নেটপাড়ায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দেখতে অনেকটা একই রকম। বলছেন অনেকে।
দেখুন সেই ভিডিও:
ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ফোনে আদানির ছবি খুলেছেন। আর সামনে চাট বিক্রেতা। তাঁকেও প্রায় সেই ছবির মতোই দেখতেয এই ভিডিয়ো দেখার পরে অনেকেই হাসির ইমোজি দিচ্ছেন। একেবারে আকর্ষণীয় সাদৃশ্য এবং ক্যাপশনের কৌতুকপূর্ণ সুরে মজা পেয়েছেন অনেকেই। তবে কিছু দর্শক এই দাবির সত্যতা যাচাই করার চেষ্টা করেছেন। এআই-চালিত ফ্যাক্ট-চেকিং টুল গ্রোকের দিকে ফিরে তারা আবিষ্কার করেন যে বিক্রেতা গৌতম আদানির সাথে সম্পর্কিত নয়, ভিডিওটির ইঙ্গিতকে অস্বীকার করে।
গৌতম আদানি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, একটি বহুজাতিক সংস্থা যা শক্তি, সম্পদ, সরবরাহ, কৃষি ব্যবসা, রিয়েল এস্টেট, আর্থিক পরিষেবা এবং প্রতিরক্ষার মতো খাতে জড়িত।
এই ঘটনাটি একটি সাম্প্রতিক ঘটনাকে প্রতিফলিত করে, যেখানে টেক মুঘল ইলন মাস্কের সাথে আশ্চর্যজনক সাদৃশ্যযুক্ত এক পাকিস্তানি ব্যক্তিকে বন্ধুদের সাথে খাবার উপভোগ করতে দেখা গেছে।
পাকিস্তানি লোকটি মাস্কের সাথে তার অসাধারণ সাদৃশ্যের জন্য ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। টেসলা এবং স্পেসএক্স সিইওর একটি তরুণ সংস্করণের সাথে তার অদ্ভুত মিলের কারণে বন্ধুদের সাথে তার নৈমিত্তিক খাবারের একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছিল, যা কৌতূহল জাগিয়ে তুলেছিল।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি ভাত খাচ্ছেন এবং তাঁর এক বন্ধু মজা করে তাঁকে পশতু ভাষায় 'এলন মাস্ক' বলে সম্বোধন করছেন। গহর জামান নামের ইউজার ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ফুটেজের ক্যাপশনে লিখেছেন, 'পাকিস্তানের কেপিকে @elonmusk এই ডপেলগ্যাঞ্জারকে দেখুন। ইলন মাস্ক খান ইউসুফজাই।