সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল এক যুবক জাতীয় পতাকা দিয়ে মুরগির মাংসের থেকে রক্ত সাফ করছিলেন। ঘটনাটি ঘটেছিল কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির সিলভাসায়। সেই ঘটনায় অভিযুক্ত যুবককে এবার গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত যুবকের নাম মহম্মদ সইফ কুরেশি। বয়স ২১ বছর।
এই বিষয়ে সিলভাসা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত যুবক জাতীয় পতাকার অবমাননা করেছেন। এক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে যে তিনি জাতীয় পতাকাকে এমনি ন্যাকড়া হিসেবে ব্যবহার করে মুরগি পরিষ্কার করছিলেন। সেই মুরগির দোকানটা তাঁরই। ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে পুলিশ পদক্ষেপ করেছে। এদিকে সইফের মুরগির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এর ২ নং ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে বে করা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে সর্বোচ্চ তিন বছরের জন্য কারাদণ্ডের সাজা শোনানে হতে পারে। সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও হতে পারে সেই ব্যক্তির।
প্রসঙ্গত, কোনও প্রকাশ্য জায়গায় জাতীয় পতাকা পোড়ানো, মাটিতে ফেলা, ধুলোতে ফেলা, অপমান করা, কোনও ভাবে তা বিকৃত করা, নষ্ট করা, পায়ের তলায় রাখা দণ্ডনীয় অপরাধ। এই আবহে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তদন্ত শুরু করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতেই সইফের হাতে হাতকড়া পরায় সিলভাসা থানার পুলিশ। এই আবহে সইফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।