বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video of Fire in Plane: মাঝ আকাশে আগুন বিমানে, ভাইরাল গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো

Viral Video of Fire in Plane: মাঝ আকাশে আগুন বিমানে, ভাইরাল গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো

মাঝ আকাশে আগুন বিমানে, ভাইরাল গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো

জানা গিয়েছে, টেকঅফের কিছু পরই বিমানে পাখির বাড়ি লাগে। এরপর ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। পরে আগুন লাগে বিমানের ডান ইঞ্জিনে। যাত্রীবাহী বিমানটিকে এরপর তড়িঘড়ি বিমানবন্দরে ফিরিয়ে আনেন পাইলট। ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। তবে মাঝ আকাশে এভাবে বিমানে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়।

মাঝ আকাশে আগুন লেগে গেল এক মার্কিন বিমানের। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, টেকঅফের কিছু পরই বিমানে পাখির বাড়ি লাগে। এরপর ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। পরে আগুন লাগে বিমানের ডান ইঞ্জিনে। যাত্রীবাহী বিমানটিকে এরপর তড়িঘড়ি বিমানবন্দরে ফিরিয়ে আনেন পাইলট। ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। তবে মাঝ আকাশে এভাবে বিমানে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় সবাই স্বস্তির নিশ্বাস ফেলেছে। (আরও পড়ুন: অপেক্ষা ২৮ এপ্রিলের, ডিএ নিয়ে বড় খবর পেতে চলেছেন সরকারি কর্মীরা)

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সকালে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল ৭টা ৪৫মিনিটে বিমানটি ওহায়োর জন গ্লেন কলম্বিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ে ফিনিক্সের উদ্দেশে রওনা দিয়েছিল। টেকঅফের কিছু পড়েই বিমানটি যখন আপার অ্যারিংটনের আকাশে, তখন ইঞ্জিন থেকে আগুন বেরোতে দেখা যায়। দ্য আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি এরপর ওহায়োর দিকে ফিরে যায়। জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয় জন গ্লেন কলম্বিয়াস আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিকের কাছে। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই আপতকালীন কর্মীরা আগুন নেভানোর কাজে লেগে পড়েন। (আরও পড়ুন: ২৪-২৫ বৃষ্টির পর দু'দিনের বিরতি, তারপর ফের ভিজবে কলকাতা, পারদ চড়বে কবে?)

এদিকে সকল যাত্রীকেই নিরাপদে বিমানের থেকে বের করে আনা সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যে বিমানের আগুনও নিয়ন্ত্রণে চলে আসে। এর ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সবাই। জানা গিয়েছে, যে বিমানে আগুন লেগেছিল, সেটি বোয়িং ৭৩৭ ছিল। ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানের ডানদিকের ইঞ্জিনের থেকে থেকে থেকে আগুনের গোলা বেরোচ্ছে। এমত অবস্থায় মাঝ আকাশে বিমানে বিস্ফোরণও ঘটতে পারত বলে আশঙ্কা। তবে পাইলটের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন বিমানের সব যাত্রী।

এদিকে ঘটনা প্রসঙ্গে এক বিমানযাত্রী এনবিসি ৪ খবরের চ্যানেলকে বলেন, 'আচমকাই একটি বিকট আওয়াজ শোনা গিয়েছে। পাইলট আমাদের জানান যে হাঁসের ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে বিমানের। টেকঅফের কিছু পরই এই ঘটনা ঘটে। এরপরই বিমানের ইঞ্জিন থেকে বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে আমাদের নিরাপদে অবতরণ করানো হয় এবং বিমান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সকালেই পরের একটি বিমানে আমাদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়।'

ঘরে বাইরে খবর

Latest News

দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.