যোগীরাজ্যে পুলিশের কাণ্ডে অবাক গোটা দেশ। সম্প্রতি সমাজবাদী পার্টি একটি ভিডিয়ো টুইট করে ঘটনাটি প্রকাশ্যে আনে। ভিডিয়ো ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয়, কানপুরের কানওয়ারে ঘটনাটি ঘটেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বন্ধ ঘরে এক তরুণাকে নৃশংস ভাবে মারছেন এক পুলিশ আধিকারিক। ঘটনার সময় ঘরের বাইরে অনেকেই দাঁড়িয়ে সেই পুলিশকর্মীকে থামতে বলছিল। অনেকেই ঘটনার ভিডিয়ো করে রাখে। এই গোটা ঘটনার ভিডিয়ো টুইট করে যোগী সরকারকে তোপ দেগেছে বিরোধী সমাজবাদী পার্টি।
ভাইরাল ভিডিয়োতে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে প্রশ্ন করতে শোনা যায়, 'দরজা কেন বন্ধ করেছেন? আপনি ওর সঙ্গে কী করছেন?' নির্যাতিতাকে বলতে শোনা যায়, 'ও (পুলিশকর্মী) আমাকে মারছে, আমার ওপর অত্যাচার করছে।' এদিকে ঘরের বাইরে যে ব্যক্তিরা ভিডিয়ো করছিল, তাদের উদ্দেশে পুলিশকর্মী বলেন, 'আপনারা পুলিশের সঙ্গে যা করছেন, তা ঠিক না। আপনারা ভুল করছেন।' দুই মিনিট লম্বা ভিডিয়োতে মহিলার হাত ধরে থাকতে দেখা যায় সেই পুলিশকর্মীকে। এদিকে এই ঘটনা কীসের পরিপ্রেক্ষিতে ঘটেছে, তা স্পষ্ট নয়।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে সরকারকে তোপ দেগে বিরোধী সমাজবাদী পার্টির তরফে টুইটের ক্যাপশনে লেখা হয়, 'কানপুর পুলিশের লজ্জাজনক কাজ। প্রতিদিন, যোগী সরকারের পুলিশ নাগরিকদের উপর অত্যাচার করছে। এমন ভিডিয়ো ফুটে উঠছে। কিন্তু মুখ্যমন্ত্রী নীরব রয়েছেন। বিষয়টি তদন্ত করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' এর আগে বিধানসভা নির্বাচনের আগেও বিরোধীরা ভোট প্রচারে নেমে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।