খবরই তাঁদের সব। ফলে জীবনের প্রতিটা অংশেই জড়িয়ে তাঁদের পেশা। সেটা নিয়েই মজা করলেন এক সংবাদপাঠক দম্পতি। মা-বাবা দু'জনেই সাংবাদিক। সন্তানের বিষয়ে কীভাবে কথা বলবেন তাঁরা? তাই নিয়েই মজার ভিডিয়ো বানালেন দু'জনে।
জেনেট রেইজ। ফক্স নিউজের সংবাদ উপস্থাপক। একজন মা-ও। বাবা রবার্ট বার্টনও একই পেশার মানুষ। সেভেন নিউজে খবর পড়েন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে দু'জনেই বেশ পরিচিত মুখ।
টিভি চ্যানেলে তাঁদের কাজের পেছনে কী ঘটে, তাই নিয়ে মজার মজার ভিডিয়ো বানান তাঁরা। প্রায়-ই ভাইরাল হয় সেই ভিডিয়োগুলি। সেই তালিকায় নবতম সংযোজন রবার্ট ও জেনেটের অভিভাবক হওয়ার অভিজ্ঞতা।
সকালের গুড মর্নিং থেকে ডায়পার বদল, সবকিছুই যদি সংবাদ পাঠক মা-বাবা সেটা করেন কেমন হবে? সেই নিয়ে ভিডিয়ো বানিয়েছেন রবার্ট ও জেনেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োতে জেনেটকে 'টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার' কবিতাটিও পাঠ করতে দেখা গেছে। সেটাও খবর পড়ার ভঙ্গিমায়। তাঁর সেই কবিতা পাঠের ধরণ দেখে হাসির রোল নেট দুনিয়ায়।
বেশি ব্যাখ্যা করব না। নিজেই দেখুন সেই মজার ভিডিয়ো:
টুইটারে সাংবাদিক হিসাবে বেশ জনপ্রিয় দু'জনে। জেনেটের ৫০ হাজারেরও বেশি ফলোয়ার্স রয়েছে। রবার্টেরও প্রায় ১০ হাজার অনুগামী। সাংবাদিকদের জীবন কেমন হয়, তাই নিয়ে ভিডিয়ো পোস্ট করেন দু'জনে।