বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video of Turkey Earthquake: ভূমিকম্পের জেরে মাঝখান থেকে ফেটে চৌচির বিমানবন্দরের রানওয়ে, ভাইরাল ভিডিয়ো

Viral Video of Turkey Earthquake: ভূমিকম্পের জেরে মাঝখান থেকে ফেটে চৌচির বিমানবন্দরের রানওয়ে, ভাইরাল ভিডিয়ো

ভূমিকম্পের জেরে মাঝখান থেকে ফেটে চৌচির বিমানবন্দরের রানওয়ে

বিগত ২৮ ঘণ্টার ব্যবধানে পরপর পাঁচবার তীব্র ভূমিকম্পের আঘাত। তার মাঝে মিনিটে মিনিটে আফটারশক লেগেই রয়েছে। এই আবহে তুরস্কের একটি বিমানবন্দরের রানওয়ে মাঝখান থেকে দু’ভাগ হয়ে গেল। ঘটনাটির ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিগত ২৮ ঘণ্টার ব্যবধানে পর পর পাঁচ বার তীব্র ভূমিকম্পের আঘাত। তার মাঝে মিনিটে মিনিটে আফটারশক লেগেই রয়েছে। এই আবহে তুরস্কের একটি বিমানবন্দরের রানওয়ে মাঝখান থেকে দু’ভাগ হয়ে গেল। ঘটনাটির ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, তুরস্কের হাতাই প্রদেশের বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। বিমানবন্দরের রানওয়েতে ফাটল ধরেছে। দু’পাশ থেকে থেকে উঁচু হয়ে ফাটল বরাবর উঠে এসেছে রানওয়ে। এই পরিস্থিতিতে ওই বিমানবন্দরটি ব্যবহারের অযোগ্য হয়েছে। (আরও পড়ুন: কাশ্মীরে ৮০,০০০; হাইতিতে ৩ লাখ, ফিরে দেখা গত দু'দশকের বিভীষিকাময় ভূমিকম্পগুলি)

প্রসঙ্গত, ভূমিকম্পের জেরে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। উল্লেখ্য, সোমবার স্থানীয় সময়, ভোররাত ৪ টে ১৭ মিনিটে প্রথমবারের কেঁপে ওঠে তুরস্ক। তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশটির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। সেইসময় গভীর নিদ্রায় তুরস্কবাসী। এরপর থেকে শতাধিক আফটারশক এবং আরও পাঁচটি তীব্র মাত্রার কম্পন অনুভূত হয়েছে দেশটিতে।

এই আবহে বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্কের দিকে। গতকালই এক সরকারি অনুষ্ঠান থেকে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে দুঃখ প্রকাশ করে সাহায্যের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও দলের সংসদীয় বৈঠকে আবেঘগন হয়ে পড়েন মোদী। ভারত থেকে এনডিআরএফ-র ১০০ জন সদস্যের একটি দল তুরস্কে পাঠানো হয় উদ্ধারকাজের জন্য। তাছাড়া বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডও সঙ্গী হয়েছ এই উদ্ধার অভিযানে। ওষুধ, ড্রিলিং মেশিন এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তুরস্কের উদ্দেশে উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন তুরস্কের দূতাবাসে গিয়ে এই বিপর্যয়ের জন্য সমবেদনা জানিয়ে আসেন। এই আবহে সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্ক। ভারতে নিযুক্ত তুরস্কের দূত ফিরাট সুনেল এই বিষয়ে বলেন, 'তুর্কি ও হিন্দিতে খুব সাধারণ একটি শব্দ হল ‘দোস্ত’। তুর্কি প্রবাদে বলে, দরকারে একজন বন্ধুই হল প্রকৃত বন্ধু। ভারতকে অনেক ধন্যবাদ।'

বন্ধ করুন