বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: কানের কাছে ঘেউ ঘেউ করছিল কুকুর, লোহার রড নিয়ে হামলা, জখম ৩

Viral Video: কানের কাছে ঘেউ ঘেউ করছিল কুকুর, লোহার রড নিয়ে হামলা, জখম ৩

সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই ছবি। সৌজন্য়ে এএনআই 

বাধা দিতে গেলে ওই যুবক এক মহিলা সহ তিনজনকে লোহার রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এদিকে সূত্রের খবর, ওই ব্যক্তিটিকেও কুকুরে কামড়ে দিয়েছে। তার চিকিৎসাও চলছে।

পাশের বাড়ির কুকুর ঘেউ ঘেউ করছিল। আর তাতেই মারাত্মক রেগে যান এক ব্য়ক্তি। এরপর তিনি রাগে লোহার রড দিয়ে ওই পরিবারের সদস্যদের পেটাতে শুরু করেন বলে অভিযোগ। দিল্লির পশ্চিম বিহার এলাকার ঘটনা। কুকুরটি যে পরিবারের সেই পরিবারের সদস্যদের উপর তিনি চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। পাশাপাশি কুকুরটিকেও তিনি লোহার রড দিয়ে বেধড়ক মারেন। মারের চোটে সারমেয়টিও ভালোরকম জখম হয়েছে।

ইতিমধ্য়েই ওই পরিবারের পক্ষ থেকে একটি এফআইআর করা হয়েছে। জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, কুকুরের মালিক রক্ষিতের অভিযোগ অনুসারে ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। পশ্চিম বিহার পূর্ব থানায় প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট অনুসারে ওই ব্য়ক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এনিয়ে তদন্ত চলছে। যাবতীয় তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এদিকে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গোটা ঘটনা সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে ধরমবীর দাহিয়া নামে ওই ব্য়ক্তিকে দেখে কুকুরটি চিৎকার করছে। এতেই চরম বিরক্ত হয়ে যান তিনি। এরপর লোহার রড মাথার উপর তুলে তিনি কুকুরটিকে পেটাতে শুরু করেন। কুকুরটির লেজ ধরেও তিনি ছুঁড়ে দেন।

বাধা দিতে গেলে ওই যুবক এক মহিলা সহ তিনজনকে লোহার রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এদিকে সূত্রের খবর, ওই ব্যক্তিটিকেও কুকুরে কামড়ে দিয়েছে। তার চিকিৎসাও চলছে।

বন্ধ করুন