বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: ট্রেনের মধ্যে এ কী শুরু করলেন যুবতীরা! নিমেষে ভাইরাল হল ভিডিয়ো

Viral Video: ট্রেনের মধ্যে এ কী শুরু করলেন যুবতীরা! নিমেষে ভাইরাল হল ভিডিয়ো

ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)

ভাইরাল ভিডিয়োর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিয়ো। তাতে ট্রেনে একদল যুবতীকে নাচতে দেখা যাচ্ছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁদের আত্মবিশ্বাস দেখে বেশ অবাক হয়েছেন। অনেকেই তাঁদের গোটা গ্রুপের প্রশংসা করছেন।

টিকটক গিয়েছে। তবে তার স্থান নিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম রিলস। ফলে পাবলিক প্লেসে নাচ এখন খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। রেস্তোরাঁ, শপিং মল, স্কুল-কলেজ থেকে ট্রেন, সর্বত্রই নাচছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। পোস্ট হচ্ছে ভিডিয়ো। আর মাঝে মাঝে তা ভাইরালও হয়ে যাচ্ছে। আরও পড়ুন: Viral Video: লরি থেকে হাইওয়েতে ফেলা হচ্ছে পরপর ছাগল, শেষে চোর পালাল বিলাসবহুল গাড়িতে- ভিডিয়ো

সেই ভাইরাল ভিডিয়োর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিয়ো। তাতে ট্রেনে একদল যুবতীকে নাচতে দেখা যাচ্ছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁদের আত্মবিশ্বাস দেখে বেশ অবাক হয়েছেন। অনেকেই তাঁদের গোটা গ্রুপের প্রশংসা করছেন। ভিডিয়ো ক্লিপের শুরুতে দেখা যাচ্ছে, কোচের ডান পাশের একটি সিটের উপরের বার্থে থাকা এক যুবতী নাচছেন। তারপর ক্যামেরা প্যাসেজওয়েতে দাঁড়িয়ে থাকা আরও এক মেয়ে। এভাবে একের পর একজনের উপর ক্যামেরা যেতে থাকে। এরপর দলের বাকি অন্য যুবতীদেরও একইভাবে নাচতে দেখা গিয়েছে।

ভিডিয়ো ক্লিপটি টুইটারে শেয়ার করেছেন এক মহিলা ব্যবহারকারী। নাম @vaidehihihaha। 'ভাই মেরে সে ট্রেন মে লোগো কে আগে খানা ভি খায়া নি জাতা (ভাই, আমি তো ট্রেনে লোকের সামনে খাবারও খেতে পারি না),' লিখেছেন তিনি। অর্থাত্, এই যুবতীদের সবার সামনে মজার ভিডিয়ো বানানোর মতো আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন তিনি।

আরও এক ব্যক্তি লিখেছেন, ' আমাকে এমন আত্মবিশ্বাস দিন ভগবান।' একই সুরে আরও একজন লিখেছেন, 'এমন কনফিডেন্স কোথায় পাব?'

'আমার হঠাৎ খুব ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছা করছে,' টুইট করেছেন আরও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। 'প্রথমে মেট্রোতে, আর এখন এখানে, যেন মনে হচ্ছে ট্রেন ভিডিয়ো বানানোটাই সবার লক্ষ্য!' লিখেছেন একজন।

তবে অনেকে এভাবে পাবলিক প্লেসে নাচানাচি, রিল বানানোর বিরুদ্ধে। তাঁরা লিখেছেন, 'রেলওয়ে এবং অন্যান্য কর্তৃপক্ষের এভাবে পাবলিক ট্রান্সপোর্টে উপদ্রব তৈরির বিরুদ্ধে কঠোর আইন নিয়ে আসা উচিত্।' আরও পড়ুন: Priyanka-Nick: হিল জুতোয় আটকে গেল গাউন! মুখ থুবড়ে পড়ার মুখে প্রিয়াঙ্কাকে বাঁচালেন নিক, ভিডিয়ো

আপনার এই বিষয়ে কী মতামত?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন