বাংলা নিউজ > ঘরে বাইরে > স্বামীর সামনেই মহিলা আইনজীবীকে একের পর এক থাপ্পড় ব্যক্তির, মারল লাথি: ভিডিয়ো

স্বামীর সামনেই মহিলা আইনজীবীকে একের পর এক থাপ্পড় ব্যক্তির, মারল লাথি: ভিডিয়ো

ফাইল ছবি: টুইটার (Twitter)

পুলিশ জানিয়েছে, একটি মামলায় ব্যক্তিগত শত্রুতার জেরে ওই ব্যক্তি আইনজীবীর ওপর হামলা চালান। এদিকে ওই ব্যক্তির পাল্টা দাবি, ওই আইনজীবীই তাঁকে নির্যাতন ও হয়রানি করেন।

প্রকাশ্য দিবালোকে মহিলা আইনজীবীকে মার। মহিলা আইনজীবীকে নির্মমভাবে মারধর করলেন এক ব্যক্তি। স্বামীর সামনেই চুলের মুঠি ধরে চলল চড়-লাথি।

কোথাকার ঘটনা?

শনিবার কর্ণাটকের বাগালকোট জেলার বিনায়ক নগরের কাছে এটি ঘটে। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পথচারীদের ফোনে রেকর্ড করা হয়েছিল এই ভিডিয়ো। কিন্তু মহিলার স্বামী তাঁদের কাছে সাহায্যের আর্তি করলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি।

কিন্তু কীভাবে এই পরিস্থিতি?

আইনজীবীর নাম সঙ্গীতা শিক্কেরি। নির্যাতন চালানো ব্যক্তির নাম মহন্তেশ চোলাচাগুড্ডা। মহিলার প্রতিবেশী তিনি।

পুলিশ জানিয়েছে, একটি মামলায় ব্যক্তিগত শত্রুতার জেরে ওই ব্যক্তি আইনজীবীর ওপর হামলা চালান। এদিকে ওই ব্যক্তির পাল্টা দাবি, ওই আইনজীবীই তাঁকে নির্যাতন ও হয়রানি করেন।

দেখুন ভিডিয়ো:

সূত্রের খবর, এর আগেও মহন্তেশ ও সঙ্গীতার পরিবার আগেও মারামারির ঘটনায় জড়িয়েছেন। মহন্তেশকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্ধ করুন