বাংলা নিউজ > ঘরে বাইরে > 'গুণ' বেঝাতে ক্যামেরার সামনেই গোবর-গোমূত্র খেলেন হরিয়ানার ডাক্তার! ভাইরাল ভিডিয়ো

'গুণ' বেঝাতে ক্যামেরার সামনেই গোবর-গোমূত্র খেলেন হরিয়ানার ডাক্তার! ভাইরাল ভিডিয়ো

ডঃ মনোজ মিত্তল (ছবি সৌজন্যে টুইটার)

গোবরের 'গুণে'র প্রমাণ দিতে ক্যামেরার সামনেই গোবর ও গোমূত্র খেলেন হরিয়ানার এক ডাক্তার।

গোমূত্র ও গোবরের 'গুণ' নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি করতে শোনা যায় কেন্দ্রের শাসক দলের নেতা মন্ত্রীদের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝএই শোরগোল শুরু হয়। কেউ নেতা-মন্ত্রীদের এই দাবি অন্ধভাবে বিশ্বাস করেন, কেউ আবার বৈজ্ঞানিক যুক্তি খাড়া করে সেই দাবিকে খণ্ডন করার চেষ্টা করেন। এই আবহে এবার গোবরের 'গুণে'র প্রমাণ দিতে ক্যামেরার সামনেই গোবর ও গোমূত্র খেলেন হরিয়ানার এক ডাক্তার।

'ভাইরাল হরিয়ানা' নামক এক সংস্থার একটি লাইভ ভিডিয়োতে দেখা যায় কর্নালের ডঃ মনোজ মিত্তল একটি গোয়ালঘরে দাঁড়িয়ে আছেন এবং তাঁর হাতে একটি গোবরের কেক রয়েছে। তিনি 'পঞ্চগ্রাব্য' বা প্রাণী যে পাঁচটি উপাদান সরবরাহ করতে পারে সে সম্পর্কে বিশদভাবে বর্ণনা দিচ্ছিলেন। তাঁকে সেই সময় অল্প পরিমাণে গোবর কুড়িয়ে তা খেতে দেখা যায়। তিনি বলেন, তাঁর মা একই খাবার খেয়ে উপোস ভাঙতেন।

এমনকি তিনি দাবি করেন যে পশুর গায়ে হাত বোলালে অনেক উপকার হয়। পাশাপাশি তিনি আরও যোগ করেন যে শিশুদের স্বাভাবিক প্রসবের জন্য মহিলাদের গোবর খাওয়া উচিত। এখানেই থেমে না থেকে, তিনি গরুর মূত্রেও এক চুমুক দেন। তিনি দাবি করেন যে এতে একজনের শরীর পরিশুদ্ধ হয় এবং এমনকি রক্তচাপের সমস্যাও উপশম করার বৈশিষ্ট্য রয়েছে গোমূত্রে।

ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, সর্বত্রই হয়ত সাত মিনিটের পুরো ভিডিওটি বা সেই ভিডিয়ো ক্লিপের ছোট স্নিপেট ভাইরাল হয়েছে। কেউ কেউ এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন। অন্য অনেকে বিরক্ত হয়েছেন। তাদের প্রশ্ন, কীভাবে একজন চিকিত্সক এই জাতীয় বিষয়কে বিশ্বাস করতে পারেন এবং তা প্রচার করতে পারেন?

 

ঘরে বাইরে খবর

Latest News

Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.