বাংলা নিউজ > ঘরে বাইরে > Scooter Rider hits Pickup Van: ডিভাইডারে ধাক্কা মেরে স্কুটার সমেত উড়ে গেলেন যুবক, পড়লেন পিক-আপ ভ্যানের বনেটে!

Scooter Rider hits Pickup Van: ডিভাইডারে ধাক্কা মেরে স্কুটার সমেত উড়ে গেলেন যুবক, পড়লেন পিক-আপ ভ্যানের বনেটে!

স্কুটার-সহ উড়ন্ত যুবক! (এক্স)

অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, নেহাত পিকআপ ভ্যানের সতর্ক এবং দক্ষ চালকের জন্য তিনি এ যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু, তিনি যদি এভাবেই রাস্তায় গাড়ি চালান, তাহলে ভবিষ্যতে নিজের, এমনকী অন্যদেরও বিপদের কারণ হতে পারেন।

কথায় বলে, 'রাখে হরি, মারে কে!' সোশাল মিডিয়ায় সদ্য এমন একটি ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছে, সেটি দেখার পর প্রায় সব দর্শকই একথা বলছেন! প্রত্যেকেই নিজের নিজের বিশ্বাস অনুসারে, আরাধ্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন!

এখন প্রশ্ন হল, কী এমন আছে সেই ভিডিয়োয়, যা দেখে সকলেই ভগবানের নাম জপছেন? ১০ সেকেন্ডের সেই ভিডিয়োটি একটি রাস্তার। দেখেই বোঝা যাচ্ছে, দিনের বেলা - ব্যস্ত রাস্তার মাঝখানে ডিভাইডার এবং তার দুই পাশ দিয়ে আপ-ডাউন লেন ধরে প্রচুর সংখ্য়ায় দু'চাকা ও চার চাকার গাড়ি চলছে।

যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই ভিডিয়োয় ব্যবহার করা হয়েছে, সেটি যেখানে লাগানো রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে, রাস্তার মাঝের ডিভাইডারটি সেখানে হয় এসে হয় শেষ হয়েছে, অথবা রাস্তা পারাপারের জন্য সেই জায়গাটি কিছুটা খালি রাখা হয়েছে।

হঠাৎই, অত্যন্ত দ্রুত গতিতে স্কুটার চালিয়ে আসা এক যুবক টাল সামলাতে না পেরে ওই ডিভাইডারের সামনের অংশে সজোরে ধাক্কা মারেন। তারপর কার্যত হাওয়ায় উড়ে যান! এরপর সেই উড়ন্ত স্কুটার তাঁকে নিয়েই উলটো দিকের লেনে গিয়ে পড়ে।

সেই সময় উলটো দিক থেকে একটি পিক-আপ ভ্যান আসছিল। যুবকের উড়ন্ত স্কুটার সেই পিক-আপ ভ্যানের সামনে 'মুখ' থুবড়ে পড়ে। আর যুবক 'ল্যান্ড' করেন পিক-আপ ভ্যানের বনেটে! তারপর সুরুৎ করে হড়কে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন।

সবথেকে বড় কথা হল, এহেন পরিস্থিতিতেও পিক-আপ ভ্যানের চালক একেবারে 'মোক্ষম সময়ে' গাড়ি দাঁড়ি করিয়ে দেন। যার ফলে ওই 'উড়ন্ত' যুবকের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি! তিনি দিব্যি হেঁটে-চলে বেড়াতে থাকেন! আশপাশের লোকজন এসব দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও যান চলাচলে তেমন কোনও সমস্যা চোখে পড়েনি।

এই ভিডিয়ো দেখে নেটনাগরিকদের অনেকেই ওই যুবককে অতিশয় ভাগ্যবান বলে উল্লেখ করেছেন এবং সেইসঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, অনেকেই ওই পিক-আপ ভ্যানের চালককে কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি, এই ভিডিয়ো দেখে লোকজন মজাও পাচ্ছে খুব!

প্রসঙ্গত, ওই ভিডিয়োয় আরও দেখা গিয়েছে, স্কুটারে সওয়ার ওই যুবক হেলমেট পরে ছিলেন না। পাশাপাশি, তিনি যে অত্যন্ত বেপরোয়াভাবে স্কুটার চালাচ্ছিলেন, সেটাও আর বলার অপেক্ষা রাখে না।

অনেকেই তাই আশঙ্কা প্রকাশ করেছেন, নেহাত পিকআপ ভ্যানের সতর্ক এবং দক্ষ চালকের জন্য তিনি এ যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু, তিনি যদি এভাবেই রাস্তায় গাড়ি চালান, তাহলে ভবিষ্যতে নিজের, এমনকী অন্যদেরও বিপদের কারণ হতে পারেন।

পরবর্তী খবর

Latest News

প্রসাদ খাওয়ার পর এঁটো জল গায়ে পড়া নিয়ে বচসা, প্রৌঢ়কে পিটিয়ে খুন কুয়েতে ৬০ ভারতীয় যাত্রীর দুর্ভোগের অবসান, ২৪ ঘণ্টা পর ছাড়ল বিমান বাথরুমে দুর্গন্ধ হলে এই টিপসগুলি জেনে নিন, হোটেলের বাথরুমে এই কারণেই সুগন্ধ থাকে Shami New Diet: পছন্দের বিরিয়ানি বন্ধ, ওজন কমাতে লাঞ্চও খাচ্ছেন না মহম্মদ শামি গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, মৃত কমপক্ষে ১০০! 'দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি', ইনফেকশনের কারণে অন্ধ হয়ে গিয়েছেন এলটন জন! পার্থ ছেড়ে অ্যাডিলেডে, তবুও হেজেলউডের বিতর্কিত মন্তব্যের সাফাই দিতে হল হেডকে কনসার্টে 'আগর তুম সাথ হো' গাইতে গাইতে অরিজিৎ গোলাপ উপহার দিলেন! কিন্তু কাকে? শাঁখা-সিঁদুর পরেই আইবুড়ো ভাত খেলেন শ্বেতা! রুবেলের সঙ্গে বিয়ে কবে? ‘মদ - মাংস খাইয়েও ঘর পাইনি, ঘর পেয়েছে দোতলা বাড়ির মালিক TMC কাউন্সিলরের স্ত্রী’

IPL 2025 News in Bangla

যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল? ২৬.৭৫ কোটির শ্রেয়স আইয়ার! ৫ অস্ট্রেলিয়ান! একঝলকে পঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা… হেড,অভিষেক,ইশান, ক্লাসেন! শক্তি প্রবল সানরাইজার্সের! স্লগ ওভার বোলিং নিয়ে চিন্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.