কথায় বলে, 'রাখে হরি, মারে কে!' সোশাল মিডিয়ায় সদ্য এমন একটি ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছে, সেটি দেখার পর প্রায় সব দর্শকই একথা বলছেন! প্রত্যেকেই নিজের নিজের বিশ্বাস অনুসারে, আরাধ্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন!
এখন প্রশ্ন হল, কী এমন আছে সেই ভিডিয়োয়, যা দেখে সকলেই ভগবানের নাম জপছেন? ১০ সেকেন্ডের সেই ভিডিয়োটি একটি রাস্তার। দেখেই বোঝা যাচ্ছে, দিনের বেলা - ব্যস্ত রাস্তার মাঝখানে ডিভাইডার এবং তার দুই পাশ দিয়ে আপ-ডাউন লেন ধরে প্রচুর সংখ্য়ায় দু'চাকা ও চার চাকার গাড়ি চলছে।
যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই ভিডিয়োয় ব্যবহার করা হয়েছে, সেটি যেখানে লাগানো রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে, রাস্তার মাঝের ডিভাইডারটি সেখানে হয় এসে হয় শেষ হয়েছে, অথবা রাস্তা পারাপারের জন্য সেই জায়গাটি কিছুটা খালি রাখা হয়েছে।
হঠাৎই, অত্যন্ত দ্রুত গতিতে স্কুটার চালিয়ে আসা এক যুবক টাল সামলাতে না পেরে ওই ডিভাইডারের সামনের অংশে সজোরে ধাক্কা মারেন। তারপর কার্যত হাওয়ায় উড়ে যান! এরপর সেই উড়ন্ত স্কুটার তাঁকে নিয়েই উলটো দিকের লেনে গিয়ে পড়ে।
সেই সময় উলটো দিক থেকে একটি পিক-আপ ভ্যান আসছিল। যুবকের উড়ন্ত স্কুটার সেই পিক-আপ ভ্যানের সামনে 'মুখ' থুবড়ে পড়ে। আর যুবক 'ল্যান্ড' করেন পিক-আপ ভ্যানের বনেটে! তারপর সুরুৎ করে হড়কে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন।
সবথেকে বড় কথা হল, এহেন পরিস্থিতিতেও পিক-আপ ভ্যানের চালক একেবারে 'মোক্ষম সময়ে' গাড়ি দাঁড়ি করিয়ে দেন। যার ফলে ওই 'উড়ন্ত' যুবকের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি! তিনি দিব্যি হেঁটে-চলে বেড়াতে থাকেন! আশপাশের লোকজন এসব দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও যান চলাচলে তেমন কোনও সমস্যা চোখে পড়েনি।
এই ভিডিয়ো দেখে নেটনাগরিকদের অনেকেই ওই যুবককে অতিশয় ভাগ্যবান বলে উল্লেখ করেছেন এবং সেইসঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, অনেকেই ওই পিক-আপ ভ্যানের চালককে কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি, এই ভিডিয়ো দেখে লোকজন মজাও পাচ্ছে খুব!
প্রসঙ্গত, ওই ভিডিয়োয় আরও দেখা গিয়েছে, স্কুটারে সওয়ার ওই যুবক হেলমেট পরে ছিলেন না। পাশাপাশি, তিনি যে অত্যন্ত বেপরোয়াভাবে স্কুটার চালাচ্ছিলেন, সেটাও আর বলার অপেক্ষা রাখে না।
অনেকেই তাই আশঙ্কা প্রকাশ করেছেন, নেহাত পিকআপ ভ্যানের সতর্ক এবং দক্ষ চালকের জন্য তিনি এ যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু, তিনি যদি এভাবেই রাস্তায় গাড়ি চালান, তাহলে ভবিষ্যতে নিজের, এমনকী অন্যদেরও বিপদের কারণ হতে পারেন।