ভাইরাল হল লন্ডনের এক রেস্তরাঁর হৃদয়স্পর্শী ভিডিয়ো। অতিথিদের স্বাগত জানানো, আপ্যায়ন করাই যে কোনও ভাল রেস্তরাঁর রীতি। কিন্তু সেই সাধারণ বিষয়েই এক অনন্য নজির স্থাপন করল সেই রেস্তরাঁ। আরও পড়ুন: Viral Video: ব্রিটেনে ভারতীয় রেস্তোরাঁয় পরোটা ভাজছেন প্রিন্স উইলিয়াম ও কেট!
জিনো ডি'আকাম্পো রেস্টুরেন্টের লুসিয়ানো সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রাম পেজে এই ভিডিয়ো শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে রেস্তরাঁর এক পরিবেশনকারী 'সাইন ল্যাঙ্গুয়েজ'-এর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিয়োতে, তাঁকে একটি পেস্ট্রির প্লেট নিয়ে এক বয়স্ক, বিশেষভাবে সক্ষম মহিলার দিকে যেতে দেখা যাচ্ছে। এরপরে তিনি যেটা করলেন, তা সত্যিই অসাধারণ। সাংকেতিক ভাষায় হ্যাপি বার্থডে গাইতে শুরু করেন তিনি। মহিলার মুখ যেন কার্যতই আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। রেস্তোরাঁয় থাকা অনেকেই যেন এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন।
ভিডিয়োর ক্যাপশনে লেখা, 'আমাদের শ্রবণ প্রতিবন্ধী অতিথিদের জন্য একটি ছোট্ট জন্মদিনের সারপ্রাইজ। সবাইকে আমাদের এখানে স্বাগত জানাই।' সোশ্যাল মিডিয়ায় অনেকেই রেস্তরাঁ কর্মীর এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন। অনেকে তাঁর বেতন বৃদ্ধি ও পদোন্নতিরও দাবি করেছেন কমেন্টে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটির ব্যাপক প্রশংসা করেছেন অনেকে। অনেকেই ভিন্ন ধারার ভাবনা এবং সমাজের সকলের জন্য ভাবার প্রেক্ষিতে রেস্তরাঁর প্রশংসা করেছেন৷ একজন লিখেছেন, ‘এমন এক বিশ্বে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রায়শই প্রান্তিক এবং বর্জিত বোধ করেন, সেখানে এমন কোনও প্রতিষ্ঠান/ব্যবসা দেখলে সত্যিই আশার আলো জাগে।’ অপর একজন লিখেছেন, ‘অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই সমান। আমাদের এটি আরও বেশি করে সবাইকে শেখানো উচিত। এই পৃথিবী সকলের জন্য সমান হওয়া উচিত্। কারও সঙ্গে অন্য কারও তুলনায় আলাদা আচরণ করা উচিত নয়।’
অপর একজন কমেন্টে লিখেছেন, ‘দারুণ! সমাজে পার্থক্য আনার জন্য এবং অন্ধভাবে কোনও নিয়ম অনুসরণ না করার দৃষ্টান্ত এটি। প্রেম অন্তর্ভুক্তি এবং বৈচিত্র্য! কি সুন্দর একটি ভিডিয়ো। প্রত্যেক মানুষই গুরুত্বপূর্ণ এবং সমান!’
দেখুন সেই ভিডিয়ো:
আরও পড়ুন: Kaliagunj Murder Viral Video: কালিয়াগঞ্জে কিশোরীর দেহ টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, ভাইরাল ভিডিয়ো ঘিরে সমালোচনার ঝড়
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup