লাইনের মাঝে শুয়ে মহিলা, উপর দিয়ে ট্রেন চলে যেতেই ফোনে কথা শুরু, ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন .Updated: 15 Apr 2022, 02:39 PM ISTলাইনের মাঝে শুয়ে মহিলা। চলল ট্রেন। এরকম ভিডিয়ো হয় তো আগেও দেখেছেন। কিন্তু মহিলা তারপর যা করলেন, ভাবতেও পারবেন না।
লাইনের মাঝে শুয়ে মহিলা। চলল ট্রেন। এরকম ভিডিয়ো হয় তো আগেও দেখেছেন। কিন্তু মহিলা তারপর যা করলেন, ভাবতেও পারবেন না।
ট্রেনের নিচে পড়ে মহিলা। আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছেন সকলে। ভয়ানক কিছুর আশঙ্কা করছেন তাঁরা। কিন্তু যেটা ঘটল, তা ভাবতে পারেননি কেউ-ই।
কী ঘটল?
ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, স্টেশনে দাঁড়ানো কোনও ব্যক্তি সেটি রেকর্ড করছেন। তাঁর গলা শোনা যাচ্ছে। ভিডিয়ো শুরু হওয়ার থেকেই একটি মালগাড়িকে দ্রুত গতিতে যেতে দেখা যাচ্ছে। ট্রেনটি স্টেশন থেকে চলে যাওয়ার পর লাইনটা দেখা গেল। লাইনে এক় মহিলাকে লাল কুর্তা এবং মুখে স্কার্ফ পরা অবস্থায় দেখা যাচ্ছে। মহিলাটি রেললাইনের উপর শুয়ে আছেন। ট্রেনটি তার উপর দিয়েই গিয়েছে।
আরও পড়ুন: রেললাইনের পাশে পড়ে লেডিস ব্যাগ, ছুড়তেই বিস্ফোরণ হল কাঁকিনাড়ায়
ট্রেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি ট্র্যাকের উপর বসে পড়েন। দেখা যায় ফোনে কথা বলতে ব্যস্ত তিনি। তারপর দিব্যি উঠে পড়েন তিনি। লাইন থেকে উঠে চলে যান তিনি। প্ল্যাটফর্মে উঠে পড়েন তিনি। যেন সেরকম কিছুই ঘটেনি।
ভিডিয়োটি ১২ এপ্রিল আইপিএস অফিসার দীপাংশু কাবরা টুইটারে শেয়ার করেছিলেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে ১ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। ৩,৬০০-রও বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, 'ফোন পর গসিপ জেয়াদা জরুরি হ্যায়।' তাঁর কাজে হতবাক হয়েছেন নেটিজেনরা।
এই ভিডিয়োটি সম্পর্কে আপনার কী মতামত? জানান আপনার ভাবনা!