হিন্দুদের ধর্মান্তরিত করা নিয়ে বহু অভিযোগ তুলে আসছে বিজেপি থেকে অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এবার এ বিষয়ে নয়া দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটি দাবি করেছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের মধ্যে ৬৬ হাজার হিন্দুকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া থেকে তারা রক্ষা করেছে। ফলে তাদের অগোচরে আরও বহু হিন্দুকে ধর্মান্তরিত করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মহাকুম্ভ নগরের ১৮ নম্বর সেক্টরে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড তিনদিনের শিবিরের আয়োজন করেছে। সেই শিবিরের দ্বিতীয় দিনে এমনই পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। একইসঙ্গে পরিষদ দাবি করেছে, এই সময়ের মধ্যে কয়েক হাজার হিন্দু পুনরায় নিজ ধর্মে ফিরে এসেছে।
আরও পড়ুন: ‘দেশে হিন্দু জনসংখ্যা কমছে’ ২৫ বছরের মধ্যে যুবক যুবতীদের বিয়ে করার আহ্বান VHP-র
মহাকুম্ভ নগরের শিবিরে পরিষদের নির্দিষ্ট বিভাগ এই বিষয়ে রিপোর্ট পেশ করেছে বলে জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনশল। রিপোর্টে দাবি করা হয়েছে, ওই ৬ মাসের সময়ে অন্যান্য ধর্ম গ্রহণ করা ১৯,০০০ হিন্দু ঘর ওয়াপসি করেছেন। সর্বসম্মতিক্রমে, আধ্যাত্মিক ও আইনি পরামর্শের মাধ্যমে তাঁদের ঘর ওয়াপসি সম্পন্ন করা করা হয়েছে বলে বনশল জানান। একইসঙ্গে হিন্দু ধর্মে ফিরে আসতে ইচ্ছুক হিন্দুদের কাছ থেকে হলফনামা নেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
প্রতিবেদন অনুযায়ী, হিন্দু ধর্মের বহু তরুণী এই সময়ের মধ্যে লাভ জেহাদের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এরকম তরুণীর সংখ্যা হল ৩০০০ জন। তাদের যৌথ প্রচেষ্টায় এই তরুণীদের লাভ জেহাদ থেকে মুক্ত করা হয়েছে। গরু উদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠনগুলির কর্মীদের একটি নেটওয়ার্ক ৬ মাসের মধ্যে অবৈধ কসাইখানা থেকে প্রায় ৯৭,৯৩৪টি গরু উদ্ধার করেছে।
উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ একটি বিরাট সংগঠন। দেশজুড়ে পরিষদের ৭৮,০০০ কমিটি রয়েছে। এই কমিটিগুলি ২১টি অঞ্চলে এবং ৪৫টি প্রান্তে বিভক্ত। শিবিরের প্রথম দিনে দেশে হিন্দু জনসংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল পরিষদ।ৃ