প্রথমে তিনি ময়দানে নেমেছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হয়ে। পরে তিনিই হয়ে উঠেছিলেন ট্রাম্পের অন্যতম বড় সমর্থক। ট্রাম্প জয়ী হওয়ায় এহেন বিবেক রামাস্বামীকে সেক্রেটারি অফ স্টেট করা হতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে রিপোর্ট অনুযায়ী, বিবেকের বদলে এই পদে ট্রাম্পের পছন্দ ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও। প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী একটা সময় ট্রাম্পের বিরুদ্ধে প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড় থামিয়ে ট্রাম্পের হয়ে গলা ফাটান। (আরও পড়ুন: জুড়েছে ২ রেলপথ, বাংলায় নয়া রুটে ট্রেন চালুর আগে অবশ্য ভোগান্তি লোকাল যাত্রীদের)
আরও পড়ুন: কানাডায় হিন্দু মন্দিরে হামলার হুমকি পান্নুনের, 'নীরব' ট্রুডো, কী পদক্ষেপ ভারতের?
আরও পড়ুন: মেট্রোর 'সবথেকে কঠিন কাজ' শুরু, শেষ ধাপে সুড়ঙ্গে বসানো হচ্ছে বিশেষ স্টিলের রিং
আরও পড়ুন: আগে উঠেছিল আড়াল করার অভিযোগ, এখন দাবি ফাঁসানোর! না থেকেও আরজি কর মামলা বিনীতময়
রিপাবলিকান শিবিরে ক্রমেই গুরুত্ব বেড়েছ ৩৯ বছর বয়সি ব্যবসায়ী বিবেকের। একটা সময় তো এমনও মনে করা হয়েছিল যে হয়ত রামাস্বামীকেই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করতে পারেন ট্রাম্প। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি। তবে মনে করা হচ্ছে ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারেন রামাস্বামী। তবে এখন সেই আশাও যেন ক্ষীণ হয়ে আসছে। এদিকে পরবর্তী মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ২০১১ সাল থেকে সেনেট সদস্য। ট্রাম্পের সম্ভাব্য 'রানিং মেট'-এর তালিকায় মার্কো রুবিও-র নামও ছিল। (আরও পড়ুন: কাজের জন্যে মেট্রোর পরিষেবায় পরিবর্তন, নাজেহাল নিত্যযাত্রীরা, কী বলছে রেল?)
আরও পড়ুন: 'রামমন্দিরের ভিত নাড়িয়ে দেব', অযোধ্যায় হামলার হুমকি খলিস্তানি নেতা পান্নুনের
আরও পড়ুন: ভারতীয় ককাসের প্রধানকে মার্কিন NSA হিসেবে নিয়োগ করবেন ট্রাম্প: রিপোর্ট
আরও পড়ুন: বকেয়া ডিএ মামলা নিয়ে নয়া আপডেট, সুপ্রিম কোর্টে নয়া প্রধান বিচারপতি আসতেই...
অপরদিকে বিবেক রামাস্বামীর শিকড় ভারতের কেরলে। অবশ্য তিনি বেড়ে উঠেছেন আমেরিকায়। বিবেকের মা-বাবা কেরলের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে ভারত ছেড়ে আমেরিকা পাড়ি দিয়েছিলেন তাঁরা। ২০১৪ সালে বিবেক রোইভ্যান্ট সায়েন্স নামক প্রযুক্তি সংস্থা গঠন করেন। ২০১৫ ও ২০১৬ সালে সবথেকে বড় আইপিও ছিল তাঁর। একাধিক রোগের চিকিৎসার জন্য সফল ক্লিনিক্যাল ট্রায়াল ও এফডিএ অনুমোদিত পণ্য তৈরির ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন তিনি। ২০২২ সালেই তিনি নতুন আরও একটি হেলথকেয়ার ও টেকনোলজি কোম্পানি খোলেন। আর ২০২৩ সালে তিনি রিপাবলিকানদের হয়ে রাজনীতির ময়দানে পা রাখেন।