বাংলা নিউজ > ঘরে বাইরে > আবারও শরীর খারাপ পুতিনের, মার্চ থেকে শুরু হবে চিকিৎসা, কী হল রুশ প্রেসিডেন্টের?

আবারও শরীর খারাপ পুতিনের, মার্চ থেকে শুরু হবে চিকিৎসা, কী হল রুশ প্রেসিডেন্টের?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (REUTERS)

ব্রিটিশ সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়েছে, গত সপ্তাহের শেষে পুতিনের মেডিক্যাল চেকআপ হয়েছিল। সেই পরীক্ষার ফলাফল হাতে আসতেই দেখা গিয়েছে, চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না পুতিন। এই আবহে আরও নতুন পরীক্ষা করা হবে রুশ প্রেসিডেন্টের ওপর। এই পরিস্থিতিতে ৫ মার্চ থেকে পুতিনের ওপর এক নতুন ধরনের চিকিৎসা প্রক্রিয়া চালু করা হবে বলে জানা গিয়েছে।

গতবছর ২৪ ফেব্রুয়ারি আচমকাই ইউক্রেনে হামলা করেছিল রাশিয়া। এরপর থেকে চলেই যাচ্ছে সেই রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের বর্ষপূর্তি হবে আর কয়েকদিনেই। তবে বিগত এই এক বছরে যুদ্ধের মাঝেই বারবার ভেসে উঠেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরীর খারাপের খবর। মাঝে অস্ত্রপচারেরও কথা শোনা গিয়েছিল। তবে রুশ প্রশাসনের গোপনীয়তার জাল ভেদ করে আসল সত্যি পুরোপুরি কেউই জানতে পারেনি। এরই মাঝে ফের একবার জল্পনা শুরু হল পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে। দাবি করা হচ্ছে, তাঁর শরীরে ফের সংক্রমণ দেখা দিয়েছে বলে খবর মিলেছে। এই বছর মার্চেই তাঁর একটি নয়া চিকিৎসা শুরু হবে বলে দ্য মিররের একটি রিপোর্টে। (আরও পড়ুন: ডিএ ইস্যুতে এবার সরকারকেই চাপে ফেললেন তৃণমূল নেতা, তুললেন বিস্ফোরক দাবি)

প্রসঙ্গত, গত বছর থেকেই পুতিনের শারীরিক অবস্থার অবনতি নিয়ে একাধিক খবর ভেসে এসেছিল সংবাদ মাধ্যমে। এই আবহে ফের জানা গেল পুতিনের শরীর ভালো নেই। ব্রিটিশ সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়েছে, গত সপ্তাহের শেষে পুতিনের মেডিক্যাল চেকআপ হয়েছিল। সেই পরীক্ষার ফলাফল হাতে আসতেই দেখা গিয়েছে, চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না পুতিন। এই আবহে আরও নতুন পরীক্ষা করা হবে রুশ প্রেসিডেন্টের ওপর। এই পরিস্থিতিতে ৫ মার্চ থেকে পুতিনের ওপর এক নতুন ধরনের চিকিৎসা প্রক্রিয়া চালু করা হবে বলে জানা গিয়েছে। এই চিকিৎসার ফলে পুতিনের 'সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে পারে' বলে দাবি করা হয়েছে রিপোর্টে। আর তাই নাকি এই চিকিৎসা চলাকালীন ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন রুশ প্রেসিডেন্ট।

আরও পড়ুন: 'সাধারণ কর্মীদের ৩%, মুখ্যমন্ত্রীর সচিবকে কেন্দ্রীয় হারে DA', উঠল বৈষম্যর অভিযোগ

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছর শেষের দিকেও নিজের শারীরিক অসুস্থতার কারণে একাধিক অনুষ্ঠান বাতিল করেছেন পুতিন। সেই সময়ও তিনি একটি চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন একটি বক্তৃতা দেওয়ার সময় রুশ প্রেসিডেন্টের হাতে কালো দাগ দেখা গিয়েছিল। যা নিয়ে অনেক বিচার বিশ্লেষণ হয়েছিল। দাবি করা হয়েছিল, রুশ প্রেসিডেন্টকে 'অসুস্থ দেখাচ্ছে'। এমনকি রুশ প্রেসিডেন্ট পড়ে গিয়ে নিজের পোশাকে মল-মূত্র ত্যাগ করে ফেলেছিলেন বলে দাবি করা হয়েছিল। তাঁর মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে ব্যথার মতো অনুভূতির উল্লেখ করা হয়েছে দ্য মিররের রিপোর্টে।

বন্ধ করুন