বিগত দিনে বারংবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায় শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর প্রশংসা। আর তৃতীয়বারের মতো মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই প্রথম রাশিয়ায় গেলেন। সেখানে মোদীকে দেখেই আন্তরিক ভাবে জড়িয়ে ধরেন পুতিন। নিজের বাসভবনে মোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন পুতিন। দুই রাষ্ট্রনেতার মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। আর সেই সময়ই মোদীর সামনেই তাঁর প্রশংসায় ভরিয়ে দেন পুতিন। রুশ প্রেসিডেন্টের মুখে নিজের প্রশংসা শুনে মোদীও পালটা প্রতিক্রিয়া দেন। রুশ প্রেসিডেন্টের কথায়, নরেন্দ্র মোদী নিজের সারাটা জীবন ভারত এবং ভারতীয়দের জন্যে উৎসর্গ করেছেন। (আরও পড়ুন: আন্তরিক আলিঙ্গন থেকে নৈশভোজ, পুতিন-মোদী 'কেমিস্ট্রি' দেখে কী বলল আমেরিকা?)
সোমবার মোদীর সঙ্গে দেখা করেই নির্বাচনে জয়ের জন্যে অভিনন্দন জানান পুতিন। তিনি বলেন, 'আপনি যে ফের নির্বাচনে জিতেছেন, তা মোটেও কাকতালীয় নয়। আপনি এত বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন, এটা তারই প্রতিফলন। নিজের দেশের উন্নয়নের বিষয়ে আপনার নিজেস্ব চিন্তাভাবনা রয়েছে। আপনি খুবই চটপটে একজন ব্যক্তি। ভারত এবং ভারতীয়দের স্বার্থে সিদ্ধান্ত নিতে আপনি পিছ পা হন না। আর তাই তার ফল সবাই দেখছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়েছে। আপনি আপনার সারাটা জীবন ভারতীয়দের জন্যে উৎসর্গ করেছেন। এবং তাই ভারতীয়রা আপনার সেই কষ্টকে বুঝতে পারেনি।'
রুশ প্রেসিডেন্টের গলায় নিজের প্রশংসা শুনে মোদী বলেন, 'ভারতের মানুষ আমার এই মাতৃভূমীর হয়ে কাজ করার জন্যে আরও একটি সুযোগ দিয়েছে। আর আপনি ঠিকই বলেছেন। আমর জীবনে একটাই লক্ষ্য, আমার দেশ এবং দেশবাসীর কল্যাণ।' সোমবার মোদী রাশিয়ায় পৌঁছান। পরে মস্কোর উপকণ্ঠে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে চায়ের আসরে বসেন। সেখানে বাগানে হাঁটতে হাঁটতে দুই রাষ্ট্রনেতার মধ্যে হালকা চালে কথাবার্তাও হয় দীর্ঘক্ষণ। উল্লেখ্য, আজ মস্কোতে পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা মোদীর। তবে তার আগেই গতকাল পুতিনের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয় মোদীর জন্যে। পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মোদী লেখেন, 'আনুষ্ঠানিক বৈঠকের দিকে তাকিয়ে আছি। আমি নিশ্চিত রাশিয়া ও ভারত, দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে এই বৈঠকের মাধ্যমে।' এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পরে মোদীর এটাই প্রথম রাশিয়া সফর। এই আবহে ভারত ত্যাগের সময় প্রকাশিত বিবৃতিতে মোদী বলে যান, যুদ্ধ বন্ধ করে সেই আঞ্চলে শান্তি ফেরাতে ভারত সাহায্য করতে মুখিয়ে আছে।