বাংলা নিউজ > ঘরে বাইরে > Vladimir Putin Praises India: মোদী বন্দনার পর এবার ভারতের প্রশংসায় পুতিন! কী বললেন রুশ প্রেসিডেন্ট?

Vladimir Putin Praises India: মোদী বন্দনার পর এবার ভারতের প্রশংসায় পুতিন! কী বললেন রুশ প্রেসিডেন্ট?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (PTI)

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সপ্তাহ খানেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। এবার তিনি ভারতীয় নাগরিদের ‘প্রতিভাবান’ বলে আখ্যা দিলেন এবং ভারতের প্রশংসা করলেন। 

কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা গিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এবার ভারতীয় নাগরিকদের ‘প্রতিভা’ নিয়ে কথা বলতে গিয়ে আমাদের দেশের প্রশংসায় পঞ্চমুখ হলেন পুতিন। পুতিন বলেন, ‘আমার মনে কোনও সন্দেহ নেই যে উন্নয়নের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে অসামান্য ফলাফল অর্জন করবে ভারত। সেদেশের প্রায় দেড়শো কোটি মানুষ সম্ভাবনাময়।’ শুক্রবার রাশিয়ায় পালিত হয় একতা দিবস। সেই অনুষ্ঠানেই যোগ দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন পুতিন। তাঁর বক্তৃতার অনুবাদে ভারতের প্রশংসার অংশটি ছিল।

এর আগে গত ২৭ অক্টোবর মোদীকে 'সত্যিকারের দেশপ্রেমিক' বলে অভিহিত করেছিলেন পুতিন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের স্বাধীন বিদেশ নীতি এবং 'মেক ইন ইন্ডিয়া'র নীতিরও প্রশংসা করেছিলেন রুশ রাষ্ট্রপতি। মস্কোতে বার্ষিক ভালদাই আলোচনায় বক্তৃতা রাখতে গিয়ে পুতিন বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সেই নেতাদের মধ্যে একজন যিনি তাঁর নিজের দেশ এবং জনগণের স্বার্থে স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করতে সক্ষম হয়েছেন... এই আন্দোলনে তাঁকে থামানোর চেষ্টা হয়েছে। তবে তিনি তাঁর লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন। আমি মনে করি ভারত ভবিষ্যতে একটি মহান দেশ হয়ে উঠবে। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতিতে তাদের ভূমিকা ক্রমেই বাড়তে চলেছে।’

পুতিন আরও বলেছিলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কোনও অমিমাংসিত সমস্যা নেই। আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি। এটা এখনও ঘটে চলেছে। এবং আমি আশাবাদী যে ভবিষ্যতেও এটি জারি থাকবে। ভারত যেভাবে ব্রিটিশ কলোনি থেকে একটি স্বাধীন দেশ হয়ে উঠেছে, তা সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং বিষয়টির সম্মান করা উচিত। বিগত কয়েক বছরে মোদীর নেতৃত্বে ভারত অনেকটা এগিয়ে গিয়েছে। তাঁর মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি তাৎপর্যপূর্ণ।’

বন্ধ করুন