বিশেষ পদ্ধতির অধীনে অবিলম্বে যাতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে পারে তার আবেদন জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশে ভাষণে এদিন এই কথা জানান জেলেনস্কি। পাশাপাশি তিনি রাশিয়ার সেনাদের হুঁশিয়ারি দেন, ‘আপনার জীবন বাঁচান এবং চলে যাওয়ার।’
জেলেনস্কির এই বক্তব্য এমন এক সময়ে এল যখন বেলারুশ সীমান্তে ইউক্রেন-রাশিয়ার কর্তারা আলোচনায় বসেছেন বলে জানা গিয়েছে। ইউক্রেন সেনার জেনারেল স্টাফ বলেন, ‘রাশিয়ান দখলদাররা আক্রমণের গতি কমিয়েছে কিন্তু এখনও কিছু এলাকায় তারা সাফল্য অর্জনের চেষ্টা করছে।’ এদিকে এর আগে ইউক্রেনের তরফে দাবি কার হয়, রাশিয়ার প্রায় ৪৩০০ সেনাকর্মীকে খতম করা হয়েছে। ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া আরও দাবি করেন, রাশিয়ার ১৪৬টি ট্যাঙ্ক, ২৭টি যুদ্ধবিমান, ২৬টি হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।
অপরদিকে রাশিয়ার তরফেও দাবি করা হয়েছে যে ইউক্রেনে অনেক ক্ষতি তারা করতে সক্ষম হয়েছে। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে যে এই সংঘর্ষে ইউক্রেনের ৪৭১ জন সেনাকর্মীকে বন্দি করেছে তারা। তাছাড়া ৯৭৫টি সামরিক স্থাপনা ধ্বংসেরও দাবি করেছে রুশ সেনা। পাশাপাশি ইউক্রেনের আটটি যুদ্ধবিমান, সাতটি হেলিকপ্টার এবং ১১টি ড্রোন গুলি করে মাটিতে নামানো হয়েছে। তাছাড়া ২২৩টি ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধ যান সহ আরও ২৮টি বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি ক্রেমলিনের। যদিও রাশিয়ার নিহত সৈন্যের সংখ্যা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে সেনা মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে মস্কো।