বাংলা নিউজ > ঘরে বাইরে > VP Election Cross Voting: উপরাষ্ট্রপতি নির্বাচনেও ‘ক্রসভোট’, দলের ‘নির্দেশ’ অমান্য তৃণমূল সাংসদদের

VP Election Cross Voting: উপরাষ্ট্রপতি নির্বাচনেও ‘ক্রসভোট’, দলের ‘নির্দেশ’ অমান্য তৃণমূল সাংসদদের

উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী জগদীপ ধনখড়  (PTI)

মার্গারেট অভিযোগ করেন, এনডিএ প্রার্থী বিরোধী শিবিরের অনেকের থেকে ভোট পেয়েছেন। প্রসঙ্গত, মার্গারেট আলভা যেখানে ১৮২টি ভোট পেয়েছেন সেখানে জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিস্তর ক্রসভোটিং দেখা গিয়েছিল। এমন কি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক এবং দুই সাংসদ ‘ক্রসভোট’ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। মেঘালয়েও তৃণমূল বিধায়কদের মধ্যে থেকে ক্রসভোটিং হয়েছে বলে মনে করা হয়। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনেও একই ‘দৃশ্য’। উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকে তৃণমূল কংগ্রেস। তবে দলের ‘নির্দেশ’ অমান্য করে গতকাল সংসদ ভবনে ভোট দেন দুই তৃণমূল সাংসদ।

রাষ্ট্রপতি নির্বাচনের সময় তৃণমূল কংগ্র্সের সব সাংসদরা পশ্চিমবঙ্গের বিধানসভায় ভোট দিয়েছিলেন। তবে দিল্লির সংসদ ভবনে গিয়ে ভোট দিয়েছিলেন দু’জন – শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। আর উপরাষ্ট্রপতি নির্বাচনেও দলের ‘নির্দেশ’ না মেনে ভোট দিলেন এই দু’জন। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে এমনিতে কোনও দলের তরফে ‘হুইপ’ জারি করা যায় না। ভোট হয় গোপন ব্যালটে। তবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দের কথা জানিয়ে দেয় আগেভাগেই। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের তরফে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলের সাংসদদের এই সংক্রান্ত চিঠিও পাঠিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে সেই ‘নির্দেশ’ অমান্য করে সংসদের ৬৩ নং ঘরে যান শিশিরবাবু এবং দিব্যেন্দুবাবু। এরপরই সুদীপবাবু বলেন, ‘এর থেকেই স্পষ্ট যে তাঁরা কোন দিকে রয়েছেন। দল এর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’ উল্লেখ্য, শিশির এবং দিব্যেন্দু অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন করেছে তৃণমূল কংগ্রেস। সেই আবেদনরে প্রেক্ষিতে শুনানি চলছে। 

এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনের শেষে জগদীপ ধনখড়ের জয়ের ঘোষণা আসতেই বিরোধী প্রার্থী মার্গারেট আলভা তাঁকে শুভেচ্ছা জানান।  পাশাপাশি মার্গারেট অভিযোগ করেন, এনডিএ প্রার্থী বিরোধী শিবিরের অনেকের থেকে ভোট পেয়েছেন। প্রসঙ্গত, মার্গারেট আলভা যেখানে ১৮২টি ভোট পেয়েছেন সেখানে জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। এরপরই এক টুইটে আলভা অভিযোগ তোলেন যে, বিরোধী শিবিরের একাধিক সাংসদরা জগদীপ ধনখড়কে সমর্থন করে বিরোধী ঐক্যকে তছনছ করেছেন। নিজের টুইটে ক্ষোভের সুরে মার্গারেট আলভা লেখেন, ‘এই নির্বাচনে বিরোধী ঐক্য ধরে রাখার সুযোগ ছিল। তবে দুর্ভাগ্যবশত কিছু বিরোধী দল সরাসরি বা পরোক্ষে বিজেপিকে সমর্থন করার পথ বেছে নিয়েছে। এমনটা করে এই বিরোধী দলের নেতারা নিজের দল ও তাঁদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করছেন।’

 

 

 

 

বন্ধ করুন