ফের ৮০ পয়সা দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। চারদিনে এনিয়ে তিনবার দাম বাড়ল জ্বালানি তেলের। এদিকে পাঁচ রাজ্যের নির্বাচন মিটতেই সব মিলিয়ে প্রতি লিটারে ২.৪ টাকা করে দাম বেড়েছে জ্বালানি তেলের। মধ্যবিত্তের একেবারে নাভিশ্বাস ওঠার অবস্থা। জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার লোকসভায় এনিয়ে মুলতুবি প্রস্তাব আনেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মানিক্কম টেগোর। জ্বালানি তেলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে বলেও তিনি অভিযোগ তুলে আলোচনার দাবি করেন। কংগ্রেস, ডিএমকে, এনসিপি, সিপিএম, সিপিআই, এনসি সহ বিরোধীরাও এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছ থেকে জবাবদিহি চান। এরপরই তাঁরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। কংগ্রেস সাংসদ মানিক্কম টেগোর টুইট করে লিখেছেন,কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে উপস্থিত থাকাকালীন আমরা তাঁর জবাব চেয়েছিলাম। কিন্তু তিনি তা দিতে না চাওয়ায় আমরা ওয়াক আউট করতে বাধ্য হই।
এদিকে মঙ্গলবার থেকেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। এনিয়ে সংসদে আলোচনার দাবি করছেন তাঁরা। বিরোধী সদস্যরা রাজ্যসভা ও লোকসভায় এনিয়ে জবাব চেয়েছেন। এদিকে বুধবার সাময়িকভাবে লোকসভার অধিবেশন স্থগিত করা হয়েছিল। এমনকী প্রশ্নোত্তর পর্বে পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তুমুল প্রতিবাদ জানান বিরোধীরা। এনিয়ে তুমুল হইহট্টগোল বেঁধে যায় সংসদের দুই কক্ষে।