ওয়াকফ বিলের যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয় সম্প্রতি। আর আজ কমিটিতে এই বিল অনুমোদন দেওয়া হয় বলে দাবি করা হল রিপোর্টে। এর আগে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে ওয়াকফ সংশোধনী বিলের ওপর রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল যৌথ সংসদীয় কমিটির। তবে রিপোর্ট পেশের জন্যে সময়সীমা বাড়িয়েছিল কমিটি। এই আবহে ১৩ ফেব্রুয়ারি (বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন) পর্যন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা পায় কমিটি। এরই মাঝে ক'দিন আগে তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১০ সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। (আরও পড়ুন: ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ, সীমান্তে 'সংঘর্ষে' জখম ২ ভারতীয়, মৃত ১ বাংলাদেশি)
আরও পড়ুন: লিভ-ইন সম্পর্কে থাকতে হলে এবার করাতে হবে রেজিস্ট্রেশন, নয়ত যেতে হবে জেলে
রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালের অগস্টে ওয়াকফ বিলের যে খসড়া আদালতে পেশ করা হয়েছিল, তার থেকে ১৪টি বদল এনে এই বিলকে অনুমোদন দিয়েছে যৌথ সংসদীয় কমিটি। এদিকে রিপোর্ট অনুযায়ী, এই বিলে ৪৪টি সংশোধনীর প্রস্তাব করেছিলেন বিরোধী সাংসদরা। তবে সেই প্রস্তাবের একটিও গ্রহণ করা হয়নি। এই নিয়ে কমিটির প্রধান জগদম্বিকা পাল বলেন, 'বিরোধী সাংসদরা মোট ৪৪টি সংশোধনী জমা দিয়েছিলেন। বিরোধীদের সংশোধনীর পক্ষে ১০টি ভোট পড়েছিল। এবং ১৬টি ভোট বিপক্ষে পড়েছিল। তাই সেগুলি গ্রহণ করা হয়নি। তবে ১৪টি সংশোধনী গ্রহণ করা হয়েছে।' এরপর ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হতে পারে। (আরও পড়ুন: হাসিনা কন্যা পুতুল তো কানাডার নাগরিক, দাবি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের)
আরও পড়ুন: ভারতের থেকে ব্রহ্মোস কেনা প্রায় চূড়ান্ত ইন্দোনেশিয়ার? কত দাম পড়বে মিসাইলের
এর আগে কমিটির বৈঠকে বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রস্তাব উত্থাপন করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যা কমিটিতে গৃহীত হয়। এর জেরে কল্যাণ ছাড়াও সাসপেনশনের মুখে পড়েছেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি, নাসের হুসেন, মহম্মদ জাভেদ, এ রাজা, অরবিন্দ সাওয়ান্ত, নাদিম-উল-হক, ইমরান মাসুদ, মোহিবুল্লাহ এবং মহম্মদ আবদুল্লা। যদিও বিরোধীদের পালটা দাবি, ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে অহেতুক তাড়াহুড়ো করছেন কমিটির চেয়ারম্যান। এমন কাজকর্ম করা হচ্ছে, যা সংসদীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অভিযোগ, দিল্লি নির্বাচনের কথা ভেবেই শাসক বিজেপি ওয়াকফ বিল নিয়ে তাড়াহুড়ো করছে। (আরও পড়ুন: নিউ ইয়র্ক ও নিউ জার্সির গুরুদ্বারগুলিতে মার্কিনি অভিযান, কীসের খোঁজ চলছে?)
উল্লেখ্য, ২০২৪ সালে সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তারপর ৮ অগস্ট সেই বিলটি পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে। যে বিলের মাধ্যমে ১৯৯৫ সালের ওয়াকফ আইনকে সংশোধনের লক্ষ্য নেওয়া হয়েছে। ওয়াকফ সম্পত্তি সামলানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয় সংশোধনের চেষ্টা করা হচ্ছে ওই বিলের মাধ্যমে।