ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থা অসন্তোষজনক বলে জানালেন হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদে ইন্দো-প্যাসিফিকের ডিরেক্টর ব়্যাপ হুপার। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের ‘ছয় নীতি’ তুলে ধরেছিলেন। সেই বক্তব্যের পরই মার্কিন কর্তা ভারতকে নিয়ে মন্তব্য করলেন। তবে তাঁর বক্তব্য, ঐতিহাসিক ভাবে ভারতের সাথে রাশিয়ার সম্পর্কের নিরিখে ভারতের বর্তমান অবস্থানে অবাক নয় আমেরিকা।
হুপার বলেন, ‘রাষ্ট্রসংঘে যখনই ভোটের কথা আসে, তখন ভারতের অবস্থান অসন্তোষজনক। কিন্তু বর্তমান সঙ্কটের প্রেক্ষাপটে ভারতের এই অবস্থান সম্পূর্ণরূপে বিস্ময়কর হয়েছে।’ হুপার আরও বলেন, ‘আমি মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি এমন হতে হবে যাতে ভবিষ্যতে আমরা ভারতকে কাছাকাছি রাখতে পারি। আমাদের দেখতে হবে যে কীভাবে ভারকে আমরা এমন বিকল্প প্রদান করতে পারি যাতে করে তারা কৌশলগতভাবে স্বতন্ত্র ভাবে এগিয়ে যেতে পারে।’
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের আবহে প্রথম থেকে ভারত সংঘর্ষ বন্ধের ডাক দিয়ে এসেছে। তবে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। এই আবহে কোয়াডভুক্ত ভারতের অবস্থানে অসন্তুষ্ট আমেরিকা। সম্প্রতি জো বাইডেন কোয়াডের অন্য দুই দেশ অস্ট্রেলিয়া এবং জাপানের প্রশংসা করলেও দাবি করেন, ইউক্রেন ইস্যুতে ভারত কিছুটা ‘নড়বড়ে’। যদিও প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোয়াডের অন্য দুই দেশ অস্ট্রেলিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গে কথা বলেন এবং ফের একবার ইউক্রেন যুদ্ধ বন্ধের ডাক দেন। এমনকি বৃহস্পতিবারেও রাষ্ট্রসংঘে এই ইস্যুতে ভোট না দেওয়ার পরও ভারতের তরফে বিবৃতিতে বলা হয় যাতে দ্রুত সংঘাত বন্ধ করা হয়। এই আবহে রাশিয়া, আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে ঝুলে ভারত।