বাংলা নিউজ > ঘরে বাইরে > Female Lawyers’ Ugly Fight Viral Video: আদালতেই হাতাহাতি, চুলোচুলিতে জড়ালেন দুই মহিলা আইনজীবী! ভাইরাল ভিডিয়ো

Female Lawyers’ Ugly Fight Viral Video: আদালতেই হাতাহাতি, চুলোচুলিতে জড়ালেন দুই মহিলা আইনজীবী! ভাইরাল ভিডিয়ো

আদালতেই হাতাহাতি, চুলোচুলিতে জড়ালেন দুই মহিলা আইনজীবী (ছবি - টুইটার)

কী কারণে দুই মহিলা আইনজীবী আদালতের বারান্দায় মারামারি করছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।

সওয়াল-জবাবের মাধ্যমে আইনি লড়াই নয়, আদালতেই হাতাহাতিতে জড়ালেন দুই মহিলা আইনজীবী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জের আদালতে। ঘটনার ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে দুই মহিলা আইনজীবী আদালতের বারান্দায় মারামারি করছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলা আইনজীবীর মারামারি থামাতে সেখানে উপস্থিত হন বেশ কয়েকজন আইনজীবী। তবে তাঁদের বারবার আলাদা করলেও ফের একে অপরের দিকে তেড়ে যাচ্ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছন এক মহিলা পুলিশকর্মী। তাঁর হস্তক্ষেপে হাতাহাতি বন্ধ হয়। এরই মাঝে ঘটনার ভিডিয়ো করতে দেখা যায় বেশ কয়েকজন আইনজীবীকে। সেই ভিডিয়োতে দেখা যায়, একে অপরের চুল ধরে খামচাখামচি করছেন দুই আইনজীবী।

ভিডিয়োতে দেখা যায়, মারামারি করা এক মহিলা আইনজীবী শাড়ি পরে ছিলেন। তার ওপর দিয়ে কালো কোর্ট চাপানো ছিল। অপরজন শার্ট প্যান্ট পরে ছিলেন। দুই আইনজীবী, একে অপরের গালে, মাথায় চড় বসান। শাড়ি পরে থাকা আইনজীবী বেশি মারমুখী ছিলেন। শার্ট প্যান্ট পরে থাকা আইনজীবীকে মেঝেতে ফেলে নারেন অপর আইনজীবী। পালটা শার্ট প্যান্ট পরে থাকা আইনজীবীও তেড়ে যান শাড়ি পরা মহিলার দিকে। এই মারামারি দেখতে ভিড় জমান অন্য আইনজীবীরাও। পরে পুলিশ এসেও মারামারি থামাতে হিমসিম খান। পরে বুঝিয়ে দুই জনকে কিছুটা শান্ত করা যায়। তবে আজালত চত্বরে এভাবে দুই আইনজীবীর হাতাহাতির ঘটনা দেখে হতবাক নেটিজেনরা।

বন্ধ করুন