বাংলা নিউজ > ঘরে বাইরে > Watch Rahul Gandhi Dancing with Gehlot & Pilot: রাহুল গান্ধীর সঙ্গে নাচলেন অশোক গেলট, সচিন পাইলট! দেখুন ভিডিয়ো

Watch Rahul Gandhi Dancing with Gehlot & Pilot: রাহুল গান্ধীর সঙ্গে নাচলেন অশোক গেলট, সচিন পাইলট! দেখুন ভিডিয়ো

রাহুল গান্ধীর সঙ্গে নাচলেন অশোক গেলট, সচিন পাইলট

রবিবার রাজস্থানে প্রবেশ করে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা। রাহুলকে রাজ্যে স্বাগত জানান অশোক গেহলট, সচিন পাইলট। সেই সময়ই রাহুল গান্ধীর সঙ্গে মিলে নাচতে দেখা যায় অশোক গেহলট এবং সচিন পাইলটকে।

অশোক গেহলট বনাম সচিন পাইলটের লড়াইয়ে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস। প্রকাশ্যে দুই নেতা একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তবে পরে হাইকমান্ডের নির্দেশে নিজেদের মধ্যে সব মিটমাট করে নিয়েছিলেন দুই নেতা। অন্তত জনসমক্ষে একসঙ্গে থাকার বার্তা দিয়েছিলেন। এই আবহে এবার রাহুল গান্ধীর সঙ্গে হাত ধরে নাচলেন রাজস্থানের দুই নেতা।

রবিবার রাজস্থানে প্রবেশ করে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা। রাহুলকে রাজ্যে স্বাগত জানান অশোক গেহলট, সচিন পাইলট। সেই সময়ই রাহুল গান্ধীর সঙ্গে মিলে নাচতে দেখা যায় অশোক গেহলট এবং সচিন পাইলটকে। সেই নাচের ভিডিয়ো পোস্ট করে সংবাদসংস্থা এএনআই। সেই ভিডিয়োতে দেখা যায়, আদিবাসীদের সঙ্গে তালে তালে পা মেলাচ্ছেন রাহুল, সচিন, অশোকরা। সেখানে ছিলেন কমলনাথও।

ভিডিয়োতে দেখা যায়, প্রথমে আদিবাসীদের সঙ্গে নাচতে শুরু করেন রাহুল গান্ধী এবং লমলনাথ। পরে তাঁদের সঙ্গে যোগ দেন অশোক গেহলট। এরই মাঝে মাটিতে বসে পড়েন রাহুল। তখন একজন রাহুলের ছবি তোলার চেষ্টা করেন। এদিকে নাচে অংশগ্রহণ করতে চাইছিলেন না সচিন। কিন্তু পরে তিনি বাকিদের সঙ্গে পা মেলান। ভিডিয়োর শেষে সেই শিল্পীদের বিভিন্ন স্টান্ট করতেও দেখা গিয়েছে। এদিকে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই পারফরম্যান্সের পর রাহুল বলেন, এই যাত্রায় বেরিয়ে তিনি অনেক কিছু শিখেছেন যা তিনি উড়োজাহাজে, হেলিকপ্টারে বা কাঁচ লাগানো গাড়িতে বসে শেখা যায় না। এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ করেন, দেশের সংবাদমাধ্যম রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে ‘বয়কট’ করছে।

 

 

বন্ধ করুন